Site icon The News Nest

দিল্লিতে ৯ ঘণ্টার ম্যারাথন জেরা, ED দফতর থেকে বেরিয়েই বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

abhishek ED 1

কয়লাকাণ্ডে আর্থিক তছরুপের মামলার তদন্ত করছে ইডি। এই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদকে ডেকে পাঠানো হয়েছিল ইডির দিল্লির দফতরে। জামনগরে ইডি-র অফিস থেকে বেরিয়ে অভিষেক বলেন, ৯ ঘণ্টা ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমার বয়ান লিখিত ভাবে নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই।

তিনি ইডির পাঠানো সমনের মুখোমুখি হবেন। রবিবার দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে একথাই বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো সোমবার সকালে কেন্দ্রীয় সরকারের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে  পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁকে সময় দেওয়া হয়েছিল সকাল ১১টা। তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

এরপর দীর্ঘ অপেক্ষা। রাত আটটা নাগাদ জামনগরে ইডির দফতর থেকে বেরোলেন অভিষেক। আর বেরিয়েই বিজেপিকে খোলা চ্যালেঞ্জ করলেন তৃণমূলের  সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানিয়ে দিলেন রাজনৈতিক ভাবে পেরে উঠছে না গেরুয়া শিবির। তাই চক্রান্ত করে আটকানোর চেষ্টা হচ্ছে। তবে ইডি-সিবিআই দিয়েও কোনও কাজ হবে না। ২০২৪ সালের নির্বাচনে তৃণমূলের কাছে পর্যদুস্ত হতে হবে বিজেপিকে।

আরও পড়ুন: Bizarre: আস্ত নোকিয়ার মোবাইল গিলে ফেললেন এক ব্যক্তি, তার পর যা হল …

কয়লাকাণ্ডে আর্থিক তছরুপের মামলার তদন্ত করছে ইডি। এই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদকে ডেকে পাঠানো হয়েছিল ইডির দিল্লির দফতরে। জামনগরে ইডি-র অফিস থেকে বেরিয়ে অভিষেক বলেন, ৯ ঘণ্টা ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমার বয়ান লিখিত ভাবে নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। তাই সামনে আনতে পারছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি চাপে রয়েছে। তারা কেন্দ্রের নির্দেশ পালন করছে। তবে বিজেপি যাই করুক, ২০২৪ সালে তাদের পরাজিত হতেই হবে। সেইসঙ্গে অভিষেক প্রশ্ন তুলেছেন, যাদের ক্যামেরার সামনে ঘুষ নিতে দেখা গেছে তাদের কেন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে না?

আরও পড়ুন: ওভাল টেস্টে অনন্য নজির বুমরাহের,২৪ ম্যাচে ১০০ উইকেট, পিছনে ফেললেন কপিলকে

Exit mobile version