Site icon The News Nest

আজ চার দিনের দিল্লি সফর শুরু মমতার, শাহের দফতরের বাইরে বিক্ষোভে তৃণমূল সাংসদরা

didi 4

সোমবার সকালে ত্রিপুরার পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee in Tripura) ৷ এদিনই বিকেলে দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to visit Delhi) ৷ দিল্লিতে তিনি থাকবেন ২৫ নভেম্বর পর্যন্ত ৷

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সোমবার সকালেই দেখা করতে চান তৃণমূলের সাংসদরা। সে জন্য অমিত শাহকে ট্যাগ করে একটি টুইট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সেখানে তিনি সোমবার সকালেই দেখা করার জন্য সময় চেয়েছেন। সঙ্গে ত্রিপুরায় তৃণমূলের কর্মীদের উপর হামলার একটি ভিডিয়োও আপলোড করেছেন ওই টুইটে। কিন্তু শেষ পর্যন্ত সময় দেননি শাহ।

তার জেরে সুখেন্দুশেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মালা রায়, ডেরেক ও’ব্রায়েন সহ তৃণমূলের ১৬ সাংসদ অমিত শাহের দফতরের সামনে ধরনায় বসেছেন বলে জানা গিয়েছে। এদিকে, ত্রিপুরার পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেই মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার হবে সেই মামলার শুনানি।

এর আগে জুলাই মাসে দিল্লি গিয়েছিলেন মমতা ৷ সেটা ছিল বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর তাঁর প্রথম দিল্লি সফর ৷ সেই সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করে রাজ্যের বকেয়া-সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ৷ আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন ৷ অধিবেশনে তৃণমূল কী ভূমিকা নেবে সেই বিষয়ে সম্ভবত দলীয় সাংসদদের সঙ্গে আলোচনা করবেন মমতা ৷ তবে এবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে কিনা তা পরিষ্কার হয়নি ৷ পাশাপাশি জানা যায়নি সনিয়া গান্ধির সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টিও ৷

Exit mobile version