ABHISHEK BANERJEE SLAMS TO TRIPURA BIPLAB KUMAR DEBS GOVERNMENT

ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে, আগরতলায় নেমেই বিপ্লবকে নিশানা অভিষেকের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সায়নী ঘোষ গ্রেফতারের পরের দিন সকালেই ত্রিপুরা পৌঁছে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আগরতলা বিমানবন্দরে নেমেই ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি ৷ ধমকে, চমকে ত্রিপুরায় তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

প্রতিবারই অভিষেকের সফরকে ঘিরে উত্তেজনার সাক্ষী থেকেছে ত্রিপুরা৷ এবারও ব্যতিক্রম কিছু ঘটেনি৷ তৃণমূল সাংসদের ত্রিপুরা সফরের ২৪ ঘণ্টা আগে থেকেই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছিল বিপ্লব দেবের রাজ্যে৷ স্লোগান দেওয়ার জন্য তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করেছে সে রাজ্যের পুলিশ৷

আজ ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার কর্মসূচি ছিল ৷ সেই কর্মসূচি উপলক্ষ্যেই কুণাল-সায়নীরা ত্রিপুরায় গিয়েছিলেন ৷ তারপরেই অশান্তি ৷ দলীয় নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় রাতেই ত্রিপুরা পৌঁছতে চেয়েছিলেন অভিষেক ৷ কিন্তু তা সম্ভব না হওয়ায় আজ সকালেই আগরতলা পৌঁছে যান তিনি ৷ বিমানবন্দরে নেমে ত্রিপুরার বিজেপি সরকারকে তুলোধনা করেন অভিষেক ৷ তিনি বলেন, ” ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে ৷ এখানে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই ৷ প্রত্যেকবারই এখানে আমাদের সভা আটকানো হয় ৷”

বিপ্লব দেব সরকারকে তাঁর হুঁশিয়ারি, আমাদের ধমকে-চমকে দমিয়ে রাখা যাবে না ৷ সিপিএম-কংগ্রেসের মতো আমরা চুপচাপ বসে থাকব না ৷ সায়নী ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, ” ত্রিপুরায় মহিলাদের নিরাপত্তা নেই ৷ মহিলা প্রার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে ৷ সায়নী কী এমন করেছিল যে ওকে গ্রেফতার করা হবে৷ স্লোগান দিয়েছিল৷ খেলা হবে বলেছিল৷ তেমন স্লোগান তো নরেন্দ্র মোদীও দিয়েছিলেন৷ তাহলে কী মোদীকেও গ্রেফতার করা হবে? ” বিপ্লবদেব সরকারের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, আমার উপর রাগ থাকলে আমাকে মারুন ৷ সাধারণ মানুষকে মারছেন কেন ?

 সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যে তৃণমূল কর্মীদের উপর হামলা বন্ধ হয়েনি সে কথা তুলে ধরেন তিনি৷ এমনকী সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনারও নিন্দা করেন অভিষেক৷ বলেন, চূড়ান্ত নৈরাজ্য চলছে৷ গণতন্ত্রের স্তম্ভকে আক্রমণ করা হচ্ছে৷ জঙ্গলরাজ চলছে৷ তৃণমূলকে দেরি করে পথসভা করার অনুমতি দেওয়া নিয়ে সরব হন অভিষেক৷ জানান, রাত সাড়ে ১২টায় চিঠি দিয়ে বলা হচ্ছে পরের দিন দুপুর ১২টায় পথসভা করা যাবে৷ কিন্তু পথসভার আয়োজনের জন্য এই সময় যথেষ্ট নয়৷ মঞ্চ বাধা থেকে শুরু করে কর্মীদের জানানো- এগুলো করতে অনেক সময় লাগে৷ তাই পুলিশ অনুমতি দিলেও পথসভা না করার সিদ্ধান্ত নেন তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী৷ বলেন, দুপুর ৩টেয় সাংবাদিক বৈঠক করব৷

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা পৌঁছনোর আগেই একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে আগরতলা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায় ৷ বম্ব স্কোয়াডের লোকজন এলাকা ঘিরে ফেলে ব্যাগটিকে পরীক্ষা করেন ৷

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest