Site icon The News Nest

তুষার মেহেতাকে ‘বিজেপির সিক্রেট জেনারেল’ বলে কটাক্ষ, আজ তৃণমূলের রাইসিনা অভিযান

WhatsApp Image 2021 07 05 at 12.44.44 PM

সলিসিটর জেনারেল তুষার মেহতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘সাক্ষাৎ’ বিতর্কে চাপ বাড়িয়েই চলেছে তৃণমূল। এক দিকে যখন সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে তুষারের অপসারণের দাবি জানানোর কথা তৃণমূলের, তখন সোমবার সকালেই ফের টুইট করে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুষারকে সলিসিটর জেনারেল নয়, বরং বিজেপি-র ‘সিক্রেট জেনারেল’ বলে উল্লেখ করলেন তিনি।

আরও পড়ুন : আজই প্রণব পুত্র অভিজিৎ-এর দলবদল, কংগ্রেস ছেড়ে নাম লেখাবেন তৃণমূলে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেও সলিসেটর জেনারেল তুষার মেহেতার অপসারণের দাবি করেছেন তৃণমূল। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে ইস্যু করে সর্বভারতীয় স্তরে নিয়ে গিয়েছেন। তুষারের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনার দাবি তুলেছেন তিনি। যদিও সলিসেটর জেনারেল তুষার মেহেতার তরফে জানানো হয়েছে, শুভেন্দু তাঁর বাড়িতে এলেও সাক্ষাৎ হয়নি। একই দাবি করেছেন শুভেন্দুও।

তবে জোড়া দাবির পরও বিষয়টি ছেড়ে দিতে নারাজ রাজ্যের শাসকদল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ টুইট, “সলিসেটর জেনারেল নন, আপনি বিজেপির সিক্রেট জেনারেল।” রাষ্ট্রপতির কাছে দরবারের আগে ক্ষোভ উগরে দিলেন অভিষেক।অভিষেকের বক্তব্য, ৭২ ঘণ্টা কেটে যাওয়ার পরও বিতর্কিত ২০ মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনেননি তুষার মেহেতা।

তৃণমূলের প্রশ্ন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কীভাবে বৈঠক করতে পারেন ভারতের সলিসেটর জেনারেল? রাজ্যপাল রাজভবনকে বিজেপির কার্যালয় বানিয়েছেন বলেও তোপ দেগেছে তৃণমূল। এবার সরাসরি রাষ্ট্রপতির কাছেই এই ইস্যুতে দরবার তাদের।

এর আগে রবিবার দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটে তুষারের উদ্দেশে প্রশ্ন করেন, ‘‘মাননীয়, তুষার মেহতা, আপনাকে আরেক বার অনুরোধ করছি। ভাল করে ভাবুন, শুভেন্দুর সঙ্গে আপনার দেখা হয়েছিল কি না। আর, নারদ মামলায় সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দুর আপনার (এসজি + এই মামলায় সিবিআই আইনজীবী) বাড়ি যাওয়াটাই কি প্রভাব খাটানোর চেষ্টা নয়? সে ক্ষেত্রে ও গ্রেফতার হবে না কেন?’’ এ নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনও রবিবার সকালে টুইট করে কাঠগড়ায় দাঁড় করান সলিসিটর জেনারেলকে।

আরও পড়ুন : মিলল না পুলিশের অনুমতি, সোমবার লালবাড়ি অভিযানে অনড় বিজেপি

Exit mobile version