Accident: Three Children Among Five Killed After Fridge Compressor Explodes In Punjab Jalandhar

Accident: ফ্রিজ খুলতেই বিকট শব্দ! কমপ্রেসর ফেটে মৃত্যু ৩ শিশু-সহ ৫ জনের

ফ্রিজ এখন অধিকাংশ বাড়িতেই। সেই ফ্রিজই হয়ে উঠল প্রাণঘাতী। আচমকাই ফেটে গেল ফ্রিজের কমপ্রেসর। তাতেই মৃত্যু হল ৩ শিশু-সহ একই পরিবারের ৫ জনের। বিস্ফোরণের দাপটে বাড়িটিতে আগুন ধরে যায়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্ধরের অবতার নগর এলাকায়।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। জলন্ধরের অবতার নগর এলাকায় একটি বাড়িতে ফ্রিজের কম্প্রেসর ফেটে যায়। সেই সময়ে বাড়িতে ছিলেন ৭০ বছর বয়সি যশপাল ঘাই ও ৪০ বছর বয়সি রুচি ঘাই। তাছাড়া ১৪, ১২ ও ১০ বছর বয়সি তিনজন কিশোর-কিশোরীও ঘটনার সময়ে বাড়িতে ছিল। আচমকাই ফ্রিজের কম্প্রেসরটি ফেটে যায়। সেই বিস্ফোরণের ফলেই দাউদাউ করে আগুন ধরে যায় গোটা বাড়িতে।

আরও পড়ুন: Sanjay Singh: এবার ইডির হাতে গ্রেফতার তৃণমূল ঘনিষ্ঠ ‘ইন্ডিয়া’ জোটের নেতা আপ এমপি সঞ্জয় সিং

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কোনও মতে বাড়ির ভিতর থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে শুরু হয় চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীনই তিন শিশু-সহ পাঁচজনের মৃত্যু হয়। আপাতত ওই বাড়িতে তদন্ত চালাচ্ছে জলন্ধর পুলিশ। কীভাবে ফ্রিজের কম্প্রেসর ফাটল, সেখান থেকে কীভাবে আগুন ছড়াল তা খতিয়ে দেখতে নমুনা সংগ্রহ করছে ফরেন্সিক টিম।

জলন্ধরের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার জানিয়েছেন, “একটি বাড়িতে বিস্ফোরণ ঘটার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছই। তবে বিস্ফোরণের কারণ জানতে আমরা তদন্ত চালাচ্ছি। বিশেষ ফরেন্সিক দল ইতিমধ্যেই নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে।”

আরও পড়ুন: Kargil Hill Council Vote: কাল হল ৩৭০ বিলোপ? কার্গিল হিল কাউন্সিলে কুপোকাত বিজেপি, বিরাট জয় ইন্ডিয়া জোটের