৮ মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছে ২৫০ টাকা, ‘মোদি থাকলেই সম্ভব’, খোঁচা চিদাম্বরমের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মধ্যবিত্তের হেঁশেলে ফের আগুনের উত্তাপ। জুলাই মাসের শুরুতেই দাম বেড়েছে রান্নার গ্যাসের। এক ধাক্কায় সিলিন্ডার প্রতি ২৫.৫০ পয়সা করে বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের (LPG) দাম। এই পরিস্থিতিতে মোদি সরকারকে খোঁচা মারার সুযোগ ছাড়লেন‌ না প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম (Chidambaram)। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে পরিসংখ্যান দেখা‌লেন কী ভাবে গত ৮ মাসে প্রায় ২৫০ টাকা বেড়েছে গ্যাসের দাম। আর এটা সম্ভব হয়েছে মোদির জন্যই। ‘মোদি (PM Modi) হ্যায় তো মুমকিন হ্যায়’।

আরও পড়ুন : মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে জুলাইয়ের শুরুতেই বাড়ল রান্নার গ্যাসের দাম! জানুন নয়া দর

ঠিক কী লিখেছেন তিনি তাঁর পোস্টে? নিজের টুইটার হ্যান্ডলকে প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নিয়ে চিদাম্বরম তুলে ধরেছেন একটি পরিসংখ্যান। তাতে দেখানো হয়েছে ২০২০ সালের ৩০ নভেম্বর সিলিন্ডার পিছু গ্যাসের দাম ছিল ৫৯৪ টাকা। তারপর ধাপে ধাপে বেড়ে সেই মূল্য কোথায় পৌঁছে গিয়েছে গত কয়েক মাসে। বর্তমানে রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ৮৩৪.৫০ টাকা। কলকাতায় এই ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে হবে ৮৬১.৫০ টাকায়। এদিকে ব্যবসায়িক কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে ৮৪ টাকা।

এমনিতেই পেট্রোপণ্যের দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়ে ফেলেছে। এবার পাল্লা দিয়ে বেড়ে চলেছে রান্নার গ্যাসের দামও। এবছর পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম হয়ে দাঁড়িয়েছিল বিরোধীদের হাতিয়ার।

যদিও কেন্দ্র তখন থেকেই বলে এসেছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার ফলেই এই নিত্যপ্রয়োজনীয় জ্বালানির দাম বেড়েছে। সেই সঙ্গে রাজ্য সরকার যে কর নেয়, সেটাও দাম বাড়ার ফ্যাক্টর বলে দাবি জানিয়েছিল কেন্দ্র। যদিও মার্চের ভোটের সময় রান্নার গ্যাসের দাম কিছুটা কমেছিল। কিন্তু ভোট মেটার কিছুদিন পরই ফের এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল সিলিন্ডারের দাম।

আরও পড়ুন : বড় ধাক্কা সেরামের, শিশুদের উপর Covovax-এর ট্রায়ালে ‘না’ সরকারের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest