Site icon The News Nest

কেবিনে বাদুড়, ছাড়ার আধাঘণ্টা পর ফিরে এল এয়ার ইন্ডিয়ার বিমান

air india

উড়ানের খানিক পর কেবিনে বাদুড় দেখতে পেয়ে গন্তব্যে না গিয়ে  বিমানবন্দরে অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। বৃহস্পতিবার ভারতের দিল্লি বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

জানা যায়, স্থানীয় সময় রাত আড়াইটায় দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয় এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি। উড়ানের প্রায় ৩০ মিনিট পর ফ্লাইটের ভেতরে একটি বাদুড় দেখতে পান ক্রুরা। এরপর পাইলট বিমান ঘুরিয়ে ফের দিল্লিতে নামানোর সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন : CAA-র নিয়ম তৈরি না হলেও মুসলিম দেশ থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্বের বিজ্ঞপ্তি জারি MHA-র

এয়ার ইন্ডিয়ার কর্মকর্তারা জানান, জরুরি সঙ্কেত পেয়ে এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি স্থানীয় সময় ৩টা ৫৫ মিনিটে বেসে (দিল্লি) ফিরে আসে। এরপর সংশ্লিষ্ট কর্মীরা প্রাণীটিকে বাইরে বের করে আনেন।

সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, মৃত অবস্থায় বাদুড়টিকে বিমানের বিজনেস ক্লাসে পাওয়া যায়। এ ঘটনায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট সেফটি ডিপার্টমেন্টকে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া, সংস্থাটির ইঞ্জিনিয়ারিং বিভাগকেও এ বিষয়ে লিখিত রিপোর্ট দিতে বলা হয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে তারা বলেছে, তৃতীয় কোনও মাধ্যমে বাদুড়টি বিমানের ভেতরে এসেছে। এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তার বক্তব্য হল, ‘হতে পারে খাদ্যবাহী গাড়ির মাধ্যমে প্রাণীটি এসেছে। কারণ ওই গাড়িগুলোর মাধ্যমেই সাধারণত ইঁদুর, বাদুড় ফ্লাইটে প্রবেশের সম্ভাবনা থাকে।’

শেষ পর্যন্ত ওই ফ্লাইটের যাত্রীদের এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে তুলে দেওয়া হয়। যেটি স্থানীয় সময় বেলা ১১টা ৩৫ মিনিটে নিউইয়র্কের অবতরণ করে।

আরও পড়ুন : আবারও ইসরায়েলের প্রতি সমর্থন জানাল নয়াদিল্লি,গাজায় মানবাধিকার নিয়ে রাষ্ট্রসংঘের প্রস্তাবে ভোট দিল না ভারত

Exit mobile version