রাজস্থানে নজিরবিহীনভাবে একসঙ্গে মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ৷ শনিবার সন্ধে ৭টায় মুখ্যমন্ত্রী অশোক গেহলট তাঁর বাসভবনে জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক দিয়েছিলেন৷ সেখানে উপস্থিত ছিলেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা৷ ওই বৈঠকেই ঠিক হয়, রাজ্যে নতুন মন্ত্রিসভা গঠিত হবে৷ আগামিকাল রবিবার মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথবাক্য পাঠ করবেন৷ নতুনদের জায়গা করে দিতেই অভূতপূর্বভাবে মন্ত্রিসভা থেকে পুরনোদের ইস্তফার সিদ্ধান্ত৷
জানা গিয়েছে, আগামিকাল দুপুর ২ টোয় প্রদেশ কংগ্রেসের সদর কার্য্যালয়ে যাবেন সব ইস্তফা দেওয়া মন্ত্রী এবং অন্যান্য নেতারা। সেখানে ফের এক দফা বৈঠক হবে। তারপর রবিবাসরীয় বিকেলে আনুমানিক ৪ টে নাগাদ মন্ত্রিসভার সম্প্রসারণের ঘোষণা করা হতে পারে।
আগামিকাল রাজস্থানের রাজভবনে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করতে পারে বলে সূত্রের খবর। সম্প্রতি সচিন পাইলটের সঙ্গে দিল্লির কংগ্রেস নেতাদের দফায় দফায় বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলটও দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী সহ অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বেশ কয়েকবার। সূত্রের খবর, শেষ পর্যন্ত যা রফা হয়েছে, তাতে পাইলট শিবিরের বেশ কয়েকজন নেতাকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে।
আরও পড়ুন: আবার ভাঙ্গনের আঁচ বিজেপিতে, জাগোবাংলায় কলম ধরলেন বেসুরো প্রবীর ঘোষাল
পাইলট ঘনিষ্ঠ সূত্রে খবর, অন্তত ৬ জন পাইলট শিবিরের নেতাকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে। এর পাশাপাশি, রাজস্থানের বাইরে আরও বড় কোনও সাংগঠনিক দায়িত্ব পেতে পারেন সচিন পাইলট। এর পাশাপাশি বেশ কয়েকজন প্রাক্তন বিএসপি বিধায়ক, যাঁরা পরবর্তী সময়ে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়েছিলেন, তাঁদের এবার মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে।
উল্লেখ্য, রাজস্থানের মন্ত্রিসভায় এতদিন পর্যন্ত ২১ জন মন্ত্রী ছিলেন। এ ছাড়া আরও নয় জন নেতাকে মন্ত্রিসভায় নিয়ে আসার জায়গা রয়েছে। এদিকে রাজস্থানের তিন মন্ত্রী যাঁরা গেহলটের ঘনিষ্ঠ বলে পরিচিত, আগেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। এবার বাকি মন্ত্রীরাও মুখ্যমন্ত্রী অশোক গেহলটের কাছে তাঁদের ইস্তফা পত্র জমা করেছেন। আর ওই তিন নেতাকে ইতিমধ্যেই দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
বারমেরের বিধায়ক তথা রাজস্ব মন্ত্রী হরিশ চৌধুরিকে পঞ্জাব কংগ্রেসের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি পঞ্জাবে যে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে, তা সামাল দিতে কংগ্রেস তার উপরেই ভরসা রাখছে।
আরও পড়ুন: দূরপাল্লার যাত্রীদের জন্য সুখবর! আবার ট্রেনে ফিরছে রান্না করা খাবারের পরিষেবা