Alt News co-founder Mohammed Zubair arrested by Delhi police

নুপুর শর্মার ভিডিও পোস্ট, Alt News-এর সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইরকে গ্রেফতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে গ্রেফতার করা হল Alt News-এর Co-founder মহম্মদ জুবেইরকে (Mohammed Zubair)। তাঁর বিরুদ্ধে সংঘর্ষে উস্কানি দেওয়ার অভিযোগ উঠছে। জুবেইরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এবং ২৯৫এ ধারায় মামলা রুজু করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার স্পেশ্যাল সেলের পুলিশ স্টেশনে একটি মামলায় তদন্তের জন্য জুবেইরকে ডাকা হয়। যথেষ্ট তথ্য প্রমাণ থাকায় সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জেরা করা হচ্ছে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই জুবেইরকে আদালতে পেশ করা হবে। এদিকে, সাংবাদিক মহম্মদ জুবেইরের গ্রেপ্তারিতে শুরু হয়েছে বিতর্ক। ‘AltNews’-এর সহ-প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা দাবি করেছেন, অন্য একটি মামলায় তদন্তের স্বার্থে জুবেইরকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিলো। কিন্তু তাঁকে সম্পূর্ণ ভিন্ন একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। টুইটারে প্রতীক সিনহার অভিযোগ, “আইন মতো আগাম কোনও নোটিস দেয়নি পুলিশ। শুধু তাই নয়, আমাদের এফআইআর-এর কপিও দেওয়া হয়নি।” এই গ্রেপ্তারির বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। তাঁর মন্তব্য, জুবেইরের গ্রেপ্তারি ‘সত্যের উপর আঘাত’।

আরও পড়ুন: Maharashtra Crisis: বিধায়কদের লুকিয়ে রাখতে বিপুল ব্যবস্থা শিন্ডের, খরচ হল কত, দিচ্ছে কে?

রাহুল গান্ধী টুইট বার্তায় এই গ্রেফতারির প্রতিবাদ করেন। লেখেন, ‘যে বা যারা বিজেপির আসল চেহারা, ধর্মান্ধতা এবং তাদের মিথ্যা সামনে নিয়ে আসে তাদের সব সময় হুমকির মুখে পড়তে হয়। তবে  সত্যের জয় হবেই। যদি একজন সত্যবাদী-প্রতিবাদীকে গ্রেফতার করা হয় তাহলে হাজার হাজার প্রতিবাদীর জন্ম হবে।’

আবার আসাদউদ্দিন ওয়াইসিও মহম্মদ জুবেইরের গ্রেফতারের নিন্দা করেন। তিনি বলেন, ‘এই গ্রেফতার নিন্দনীয়। কোনও নোটিশ ছাড়াই তাঁকে অজানা FIR-এ গ্রেফতার করা হয়েছে। এটি বেআইনি।’

উল্লেখ্য, ২০১৭ সালে একটি অলাভজনক সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে AltNews। ক্রমে ‘ফ্যাক্ট চেকিং’ বা সঠিক তথ্য সামনে আনার জন্য প্রশংসাও লাভ করে সংস্থাটি।  আর সঠিক তথ্য সামনে আনার জন্যই আবার কেন্দ্রের রোষানলে পড়তে হলে জুবায়েরকে।

আরও পড়ুন: President Election: রাহুল-অভিষেক-অখিলেশকে পাশে নিয়ে রাষ্ট্রপতির মনোনয়ন পেশ যশবন্তের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest