Amritpal Singh transferred to Assam’s jail amid heavy security

Amritpal Singh: আঁটসাঁট নিরাপত্তায় ডিব্রুগড় জেলে নিয়ে যাওয়া হল অমৃতপালকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অবশেষে ৩৭ দিনের মাথায় গ্রেফতার। খালিস্তানপন্থী স্বঘোষিত শিখ ধর্মগুরু অমৃতপাল সিংকে জালে তোলার এই ঘটনা হার মানাবে বলিউডি চিত্রনাট্যকেও। রবিবার গ্রেফতারির সঙ্গে সঙ্গেই তাকে অসমের ডিব্রুগড় সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়।গত ১৮ মার্চ জলন্ধরে পুলিশের চোখে ধূলো দিয়ে পালানোর পর কোথায় কোথায় গা ঢাকা দেয় ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের প্রধান? গোয়েন্দাদের দাবি, পঞ্জাবের থেকে পালিয়ে প্রথমে হরিয়ানা ও পরে দিল্লি হয়ে উত্তর প্রদেশেও লুকিয়ে ছিল খালিস্তানপন্থী এই নেতা। এমনকি তার খোঁজে রাজস্থানেও তল্লাশি চালানো হয়েছিল। অমৃতপালের ঘনিষ্ঠ সূত্রের দাবি, নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন খলিস্তানি নেতা।

রবিবার দুপুর দেড়়টা নাগাদ অমৃতপালকে নিয়ে বিশেষ বিমান নামে ডিব্রুগড়ের মোহনবাড়়ি বিমানবন্দরে। বিমানবন্দর থেকে জেলের দূরত্ব ১৫ কিলোমিটার। পুলিশের গাড়ির সুবিশাল কনভয়-সহ অমৃতপালকে জেলে নিয়ে যাওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা যাত্রাপথে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রাখা হয়েছিল।

পঞ্জাব পুলিশের আইজি সিখচেইন সিংহ গিল বলেন, “রবিবার সকাল পৌনে ৭টা নাগাদ মোগার রোড় গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে অমৃতপালকে। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গোটা গ্রাম ঘিরে ফেলেছিল। ফলে ওঁর হাতে আর কোনও বিকল্প পথ ছিল না। তাই বাধ্য হয়েই আত্মসমর্পণ করেছেন।”

অমৃতপালের গ্রেফতারির পর টুইট করেন আপ শাসিত পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি লেখেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। তবে শান্তি-শৃঙ্খলা ভাঙার চেষ্টা করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest