Amritsar Blast: twin blast happened near golden temple of amritsar punjab

Amritsar Blast: স্বর্ণ মন্দির ওড়ানোর ছক? কয়েক ঘণ্টায় জোড়া বিস্ফোরণ অমৃতসরে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে বহু মানুষ। জানা গিয়েছে, স্বর্ণ মন্দিরের কাছেই হেরিটেজ স্ট্রিট কেঁপে উঠল বিস্ফোরণের শব্দে। বিস্ফোরণের অভিঘাতে সরণির পাশের হোটেলের কাচ ভেঙে গিয়েছে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

সোমবার সকালে অমৃতসরের হেরিটেজ স্ট্রিটের সারাগড়ি সরাইতে বিস্ফোরণ হয়। এই রাস্তা ধরে একটু এগোলেই পৌঁছনো যায় স্বর্ণ মন্দিরে। ঐতিহ্যবাহী শিখ গুরুদ্বারের এতো কাছে কী ভাবে বিস্ফোরণ? নেপথ্যে কাদের হাত? খতিয়ে দেখছে পঞ্জাব পুলিশ।স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এলাকাবাসীদের দাবি, কয়েক ঘণ্টার মধ্যেই হেরিটেজ স্ট্রিটে জোড়া বিস্ফোরণ হয়। দ্বিতীয় বিস্ফোরণের শব্দে পার্কিং লটের কাছ থেকে শোনা গিয়েছিল। শুধু তাই নয়, পার্কিং লট থেকে ধোঁয়া বের হতেও দেখা গিয়েছে বলেও দাবি স্থানীয়দের।

আরও পড়ুন: Manipur Violence: আবার অশান্তি মণিপুরে, ইম্ফলের রাস্তায় নামল সেনা, ৮ জেলায় কার্ফু জারি

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান স্বয়ং অমৃতসরের পুলিশ কমিশনার। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিমও। অমৃতসর পুলিশের ADCP মেহতাব সিং জানিয়েছেন, “বিস্ফোরণের জেরে একজন আহত হন। তবে তাঁর আঘাত গুরুতর নয়।” পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেছে পঞ্জাব পুলিশ। এলাকায় আর কোনও বিস্ফোরক রয়েছে কিনা, তা নিশ্চিত করতে তল্লাশিতে নেমেতে বম্ব স্কোয়াড।

জোড়া বিস্ফোরণকাণ্ডের পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। বাড়ানো হয়েছে স্বর্ণ মন্দির চত্বরের নিরাপত্তাও।

আরও পড়ুন: Kerala: নৌকাডুবিতে মৃত বেড়ে ২২! দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest