Andhra Pradesh: Man bleeds to death after BPharm students perform sex change operation in Nellore

Sex Reassignment Surgery: ইউটিউব দেখে লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার! মৃত্যু যুবকের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিভিন্ন বিষয়ে টিউটরিয়ালের ক্ষেত্রে ইউটিউবের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর ইউটিউবে টিউটোরিয়াল দেখে একপ্রকার ঝুঁকি নিয়েই অস্ত্রোপচার করছিলেন ফার্মাসির ২ পড়ুয়া। তাও আবার লিঙ্গ পরিবর্তনের। তাতেই ঘটল বিপত্তি। অস্ত্রোপচার চলাকালীন মৃত্যু হল রোগীর। মৃত যুবকের নাম শ্রীকান্ত (২৮)। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের নেল্লোরের।

জানা গিয়েছে, নেল্লোরে (Nellore) একটি ব্যক্তিগত লজে ওই অস্ত্রোপচার করা হচ্ছিল। ২ অভিযুক্তই স্নাতক স্তরের পড়ুয়া। মৃত অন্ধ্রের প্রকাসম জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। চাকরিসূত্রে হায়দরাবাদে থাকতেন তিনি। বেশ কিছুদিন আগেই স্ত্রীর সঙ্গে ‘বিচ্ছেদ’ হয় তাঁর। বর্তমানে একাই থাকছিলেন ওই যুবক। সম্প্রতি তাঁর সঙ্গে আলাপ হয় বি.ফার্মার ওই দুই পড়ুয়ার। তাঁদের কাছে নিজের লিঙ্গ পরিবর্তনের (Sex Reassignment Surgery) ইচ্ছাপ্রকাশ করেন শ্রীকান্ত।

আরও পড়ুন: Stray Cattle: যোগীর সভার আগে মাঠে কয়েকশো গরু ছেড়ে অভিনব প্রতিবাদ কৃষকদের

মুম্বই গিয়েই লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত অস্ত্রোপচারটি (Sex Reassignment Surgery) করাতে চেয়েছিলেন তিনি। কিন্তু ওই দুই পড়ুয়া তাঁকে সস্তায় অপারেশন করে দেবেন বলে আশ্বস্ত করে। এরপরই অস্ত্রোপচারের জন্য ৩ জন মিলে একটি প্রাইভেট লজে ঘর ভাড়া করেন। ইউটিউব (YouTube) দেখে অস্ত্রোপচার করতে শুরু করেন মাস্তান ও জিভা নামে অভিযুক্ত ২ পড়ুয়া। অস্ত্রোপচারের সময়ই অতিরিক্ত রক্তক্ষরণের (Bleeding) জেরে মৃত্যু হয় শ্রীকান্ত নামে ওই যুবকের।

ময়নাতদন্তের রিপোর্টেও উল্লেখ রয়েছে সেকথা। ঘটনার পর ওই লজের কর্মী-ই প্রথম ঘরের ভিতর শ্রীকান্তের নিথর দেহটি দেখতে পান। তাতেই ঘটনাটি সামনে আসে। তারপরই পুলিসে অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদের গ্রেফতার করে পুলিস।

আরও পড়ুন: ইউক্রেন নিয়ে মোদির জরুরি বৈঠক, আটকে পড়াদের উদ্ধারে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest