Andhra Pradesh: Patient Grabs Woman Doctor By Hair, Bangs Head At Andhra Hospital

Andhra Pradesh: ফের মহিলা চিকিৎসককে হেনস্থা, চুলের মুঠি ধরে মার, প্রশ্ন সেই নিরাপত্তা নিয়েই

আর জি করে ডাক্তার-ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার পরেও মহিলা ডাক্তারদের উপর হামলার মতো ঘটনাও ঘটল তিরুপতিতে। শ্রীবেঙ্কটেশ্বর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে এক জুনিয়র ডাক্তারের চুলির মুঠি ধরে লোহার খাটের উপর ঠুকে দেওয়ার দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়।

জানা গিয়েছে, এই ঘটনা অন্ধ্রপ্রদেশের এসভিআইএমএস হাসপাতালের। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, হাসপাতালের ভেতর রোগী দেখছিলেন এক মহিলা চিকিৎসক। হঠাৎ পিছন থেকে তাঁর উপর চড়াও হল ওই হাসপাতালেরই এক রোগী। চিকিৎসকের চুলের মুঠি ধরে এলোপাথাড়ি মারের পাশাপাশি লোহার রডে ঠুকে দেওয়া হয় তাঁর মাথা। চোখের সামনে এই ঘটনা দেখে ছুটে আসেন সেখানে থাকা অন্যান্য চিকিৎসকরা। ওই রোগীকে জোর করে ধরে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। অতর্কিত এই হামলায় রীতিমতো আতঙ্কিত ওই চিকিৎসক। আহত অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার পরেই প্রতিষ্ঠানের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘শনিবার জরুরি বিভাগে কর্মরত অবস্থায় এক রোগী পিছন থেকে এসে আমায় মারতে শুরু করেন। আমার চুলের মুঠি ধরে বিছানার ফ্রেমে সজোরে মাথা ঠুকতে থাকেন। ঘটনার সময় সেখানে কোনও নিরাপত্তারক্ষীও উপস্থিত ছিলেন না।’’হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন আহত চিকিৎসক। তাঁর অভিযোগ, ওই রোগীর কাছে ধারালো অস্ত্র থাকলে বড় কোনও অঘটনও ঘটে যেতে পারত। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়েছেন তিনি।

ডাক্তাররা হাসপাতাল চত্বরে নিরাপত্তার দাবিতে বিক্ষোভে ফুসছেন।