At least 27 killed, many injured in Delhi building fire; rescue operations still on

দিল্লির বহুতলে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত ২৭, আরও আটকে থাকার সম্ভাবনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানী দিল্লিতে। দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি তিনতলা বিল্ডিংয়ে আগুন লাগে। আর তাতে এখনও পর্যন্ত কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, পশ্চিম দিল্লির ওই মেট্রো স্টেশনের কাছের ওই বাণিজ্যিক ভবনে আগুন লেগে যায়। দমকল দফতর জানিয়েছে মৃতের সংখ্যা অনেকটাই বাড়তে পারে। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ৫০ থেকে ৬০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: Gold Price Today: দেশজুড়ে সোনার দামে বড় ধস, কলকাতায় আরও সস্তা

কখন কীভাবে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড

সংবাদ সংস্থা সূত্রে খবর, বিকেল পৌনে পাঁচটা নাগাদ এই ভয়াবহ আগুন লাগে। সূত্রের খবর মেট্রো স্টেশনের ৫৪৪ নম্বর পিলারের কাছে প্রথম আগুন দেখা যায়। প্রথমে ১০টি ইঞ্জিন গিয়েছিল। পরে আরও ১৪টি যায়। ওই বিল্ডিংটিতে মূলত বিভিন্ন সংস্থার অফিস রয়েছে। অনেকেই আগুনের লেলিহান শিখায় আটকে পড়েন। জীবন্ত পুড়ে গিয়েছেন তাঁরা। স্থানীয় সূত্রে খবর গোটা ঘটনায় এলাকায় ব্যপক আতঙ্ক ছড়ায়। পুলিশ, স্থানীয় বাসিন্দা, দমকল বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। আগুনের লেলিহান শিখা একের পর এক ঘরকে গ্রাস করতে শুরু করে।

প্রথমে বিল্ডিংয়ের একতলায় আগুন লাগে। সেখানে মূলত সিসি ক্যামেরা ও রাউটার তৈরির কাজ হত। সেই আগুন ক্রমে ছড়িয়ে পড়তে থাকে। সেই সময় বিভিন্ন অফিসে অনেকেই কাজ করছিলেন। আগুনের লেলিহান শিখায় আটকে পড়েন তাঁরা। এই বিল্ডিংয়ে অগ্নিনির্বাপন ব্যবস্থা কতদূর ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও বোঝা যায়নি। বাড়িটির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের উদ্দেশে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মৃতদের পরিবারপিছু দু’লাখ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকার আর্থিক অনুদানের ঘোষণা করেছেন।

আরও পড়ুন: Weather Update: স্বস্তির খবর, দেশে আগাম বর্ষার পূর্বাভাস হাওয়া অফিসের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest