Bengaluru Mysuru Expressway: Less than a week after inauguration by PM Modi, Bengaluru-Mysuru expressway flooded after rains

Bengaluru Mysuru Expressway: ছ’দিন আগেই উদ্বোধন মোদীর, এক রাতের বৃষ্টিতেই ডুবল আট হাজার কোটির রাস্তা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মাত্র ছ’দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়েছে বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ের। এক বৃষ্টিতেই জলের তলায় চলে গেল কর্নাটকের সেই রাস্তা।  শুক্রবার রাতে বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টি হয়। যার জেরে জলমগ্ন হয়ে পড়ে বেঙ্গালুরু সংলগ্ন রামানগর এলাকা। জল থই থই অবস্থা এই এলাকার উপর দিয়ে যাওয়া বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ের।

এদিন সকালে ওই রাস্তার বিভিন্ন জায়গায় জল জমে থাকতে দেখা যায়। জলমগ্ন হয়ে পড়ে এক্সপ্রেসওয়ের আন্ডারপাস। ফলে শ্লথ হয়ে যায় গাড়ির গতি। এক্সপ্রেসওয়ের উপর যানজটও তৈরি হয়। তেমনই একধিক ছোট দুর্ঘটনাও ঘটেছে। ইঞ্জিনে জল ঢুকে বহু গাড়ি বিকল হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে।  উদ্বোধনের এক সপ্তাহের মধ্যেই জল-যন্ত্রণা শুরু হওয়ায় এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও BJP শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের কড়া সমালোচনা করেছেন তাঁরা। পথচারী ও গাড়িচালকদের প্রশ্ন, রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার আগেই কি তবে উদ্বোধন হল? মোদি বা বোম্মাই জানতেন না?

আরও পড়ুন: Marriage: উচ্চ মাধ্যমিকে কম নম্বর পাত্রীর! আশীর্বাদের পর বিয়ে ভাঙল পাত্রপক্ষ

১২ মার্চ বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন মোদী। ১১৮ কিমি দীর্ঘ রাস্তা নির্মাণে খরচ হয়েছে ৮ হাজার ৪৮০ কোটি টাকা। দাবি করা হয়, এর ফলে এলাকায় যাত্রী পরিবহণ আরও মসৃণ হবে। কমবে যাতায়াতের সময়। ৩ ঘণ্টার দূরত্ব নেমে আসবে ৭৫ মিনিটে।

উল্লেখ্য, ভোটমুখী কর্ণাটকে এই রাস্তার উদ্বোধন করেই কংগ্রেসকে নিশানা করেছিলেন মোদী। বলেছিলেন, “মোদীর কবর খোঁড়ার স্বপ্নে মশগুল থাকুক কংগ্রেস। আমি বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে তৈরিতে মনযোগ দিই। গরিব মানুষের বেঁচে থাকা সহজ করি।” এই অবস্থায় ‘পুকুর’ রাস্তা নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল বিজেপি।

আরও পড়ুন: PM Modi: গান্ধী পরিবারকে নিয়ে কুকথার অভিযোগ, মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest