BJP announces first candidate list for upcoming assembly election in Jammu and Kashmir

Jammu and Kashmir কাশ্মীর ভোট, প্রার্থী ঘোষণার ঘণ্টা খানেকের মধ্যেই প্রত্যাহার বিজেপির

রীতিমতো আড়ম্বরের সঙ্গে সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে ৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। তবে প্রার্থী তালিকা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, তালিকায় বেশ কিছু ভুলভ্রান্তি থাকায় তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শীঘ্রই ভুল সংশোধন করে নয়া তালিকা প্রকাশ করা হবে।  উপত্যকায় বিধানসভায় মোট ৯০টি আসন রয়েছে। তার মধ্যে সোমবার ৮২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি।

এ বারের ভোটে অন্যতম মুখ্য বিষয় হতে চলেছে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি। উপত্যকার দুই প্রধান আঞ্চলিক দল— ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস্‌ ডেমোক্র্যাটিক পার্টি, উভয় শিবির থেকেই এ বিষয়ে সুর চড়ানো হচ্ছে।কাশ্মীরে শেষ বিধানসভা ভোট হয়েছিল ২০১৪ সালে। তখন পিডিপি এবং বিজেপি জোট বেঁধে ভোটে জিতে সরকার গঠন করেছিল। তবে পরে বিজেপির সঙ্গে জোট ভেঙে বেরিয়ে আসেন মেহবুবা মুফতি। এ বারের বিধানসভা ভোটেও বিজেপির সঙ্গে সখ্য রাখছে না পিডিপি। মেহবুবার দল ইতিমধ্যেই তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। পিডিপি নেত্রী জানিয়ে দিয়েছেন, যদি পিডিপির মূল নীতিগুলির সঙ্গে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স সহমত হয়, তা হলে তাদের সমর্থন করতে কোনও আপত্তি নেই পিডিপির।

কাশ্মীরের দুটি কেন্দ্রে দুই কাশ্মীরী পণ্ডিতকে টিকিট দেয় গেরুয়া শিবির। যারা হলেন, হাব্বাকাদল কেন্দ্রে অশোক ভাট ও পূর্ব অনন্তনাগে বীর সারাফ। একজন মহিলা ও দলিতকে টিকিট দেওয়া হয় বিজেপির তরফে। আপাতদৃষ্টিতে সব কিছু ঠিকঠাক থাকলেও তালিকা প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সেই তালিকা প্রত্যাহার করে নিল গেরুয়া শিবির।