Site icon The News Nest

মুলায়মের ঘরে ভাঙন ধরাল বিজেপি, পদ্ম বনে যেতে পারেন পুত্রবধূ অপর্ণা

aparna

পর পর মন্ত্রী ও বিধায়কদের দলত্যাগের ফলে উত্তরপ্রদেশে ব্যাকফুটে চলে গিয়েছিল বিজেপি৷ সেই ধাক্কা কাটিয়ে এবার সমাজবাদী পার্টির ঘরে ফাটল ধরিয়ে দিল গেরুয়া শিবির৷ মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদব যোগ দিতে চলেছেন বিজেপিতে৷ বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, অপর্ণার সঙ্গে বিজেপির কথাবার্তা একপ্রকার চূড়ান্ত৷ খুব তাড়াতাড়ি তিনি বিজেপিতে যোগ দেবেন৷

মুলায়মের ছোট ছেলে প্রতীকের স্ত্রী অপর্ণা৷ ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে তিনি লখনউ ক্যান্টনমেন্ট কেন্দ্র থেকে লড়েন৷ কিন্তু বিজেপির রিতা বহুগুণার কাছে ৩৩ হাজার ৭৯৬ ভোটে হেরে যান৷ সেই অপর্ণা এবার সম্ভবত বিজেপির টিকিটে ভোটে দাঁড়াতে চলেছেন৷ সূত্রের খবর, পছন্দমতো কেন্দ্রে প্রার্থী করতে হবে, এই শর্তেই মুলায়মের পুত্রবধূ বিজেপিতে যোগ দেবেন৷ সেই রফা চূড়ান্ত হয়েছে৷ এবার শুধু বিজেপিতে যোগ দেওয়ার পালা৷ যদিও বিজেপি সূত্রে খবর, অপর্ণাকে অন্য কেন্দ্রে প্রার্থী করতে চায় তারা৷

বুধবার দিল্লিতে রাজ্যের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ফিরোজাবাদ জেলার সিরসাগঞ্জের বর্তমান বিধায়ক হরিওম যাদব বিজেপিতে যোগ দেওয়ার পরে এটি এসেছে। তিনি সমাজবাদী পার্টি (এসপি) পিতৃপুরুষ মুলায়মের আত্মীয় এবং দলের প্রতিষ্ঠাতা সদস্যও। সম্প্রতি বিজেপি ছেড়ে একাধিক নেতা, মন্ত্রী সমাজবাদী পার্টিতে অখিলেশ যাদবের উপস্থিতিতে যোগ দিয়েছেন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে, ভোট গণনা ১০ মার্চ।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উত্তরপ্রদেশে মূলত বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। কংগ্রেসের পালে হাওয়া ফেরাতে উত্তরপ্রদেশে ঝাপিয়ে পড়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, ফলে কংগ্রেসের ফলের দিকেও তাকিয়ে রাজনৈতিক মহল।

 

Exit mobile version