Site icon The News Nest

‘লখিমপুরের পুনরাবৃত্তি হবে!’, আম্বালায় BJP সাংসদের কনভয়ের গাড়ির তলায় কৃষক

haryana scaled

গোটা দেশ তোলপাড় উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur) কৃষকমৃত্যুকে ঘিরে। এবার লখিমপুর কাণ্ডের ছায়া হরিয়ানার (Haryana) আম্বালায়। এক বিজেপি (BJP) সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠল কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপরে গাড়ি চালিয়ে দেওয়ার। ঘটনায় একজন কৃষক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত কৃষককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অভিযুক্ত বিজেপি সাংসদের নাম নায়েব সাইনি। বিক্ষোভকারীদের দাবি, কুরুক্ষেত্রের ওই সাংসদের নারায়ণগড়ের বাড়িতে একটি অনুষ্ঠানে অংশ নিতে আসেন গেরুয়া শিবিরের বহু নেতা। তাঁদের মধ্যে ছিলেন কয়লামন্ত্রী মূলচাঁদ শর্মাও। সেই সময় সাইনির বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে হাজির হন বহু কৃষক। অনুষ্ঠান শেষেই ঘটে বিপত্তি। আচমকাই বিক্ষোভকারীদের ধাক্কা মারে একটা গাড়ি। বিক্ষোভকারীদের দাবি, ১০ অক্টোবরের মধ্যে যদি গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। তা না করা হলে থানা ঘেরাও করা হবে।
সাইনি সভার আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ। যেখানে হরিয়ানার ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিংও আমন্ত্রিত ছিলেন। তবে তিনি যোগ দেননি। কৃষকদের অভিযোগ, বিক্ষোভের ‘ভয়ে’ সেই অনুষ্ঠান ছেড়ে যাওয়ার সময় নায়েবের কনভয়ের একটি গাড়ি এক কৃষককে ধাক্কা মারে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, রাজীব নামে গাড়ির চালক কৃষককে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। আহত কৃষক বলেছেন, ‘গাড়ির চালক হুমকি দেন, আমরা যদি আবার নারায়ণগড়ে বিক্ষোভ দেখাই, তাহলে এই এলাকায় লখিমপুর খিরির পুনরাবৃত্তি করবেন। আহত কৃষকের দাবি, যে গাড়িটির তলায় তিনি চাপা পড়েছিলেন তাতে বসে ছিলেন ওই বিজেপি সাংসদ।
চার দিন আগে, গত রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের জটলার মধ্যে ঢুকে পড়ে একটি গাড়ি। ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়। কৃষকদের অভিযোগ, বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র ওই গাড়ির চালক ছিলেন। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় জাতীয় রাজনীতি। সেই আবহেই হরিয়ানার এই ঘটনা।
Exit mobile version