Blood bath stock market due to Adani's collapse, investors lost 11 lakh crores in two days

Adani: আদানির কারণে রক্তাক্ত শেয়ার বাজার, দু’দিনে ১১ লক্ষ কোটি লস বিনিয়োগকারীদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই আদানিদের সব সংস্থার শেয়ারে পতন শুরু হয়েছে। শুধু পতন বললে ভুল হবে, বলতে হবে ধস নেমেছে। স্রেফ বৃহস্পতি এবং শুক্রবারে বিনিয়োগকারীরা খুইয়েছেন ১১ লক্ষ কোটি টাকা। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স (Sensex) পড়ে গিয়েছিল প্রায় দেড় শতাংশ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও (NIFTY) পড়ে গিয়েছিল ৩-৪ শতাংশ। নতুন সপ্তাহে বাজার খুললে কী পরিস্থিতি হবে, সেটা ভেবেই আতঙ্কিত বিনিয়োগকারীরা।

শুধু শুক্রবারেই আদানি গোষ্ঠী মোট ৩.৩৭ লক্ষ কোটি টাকার বাজার মূলধন হারিয়েছে। কার্যত, আদানি গ্রুপের শেয়ারে পতন হতেই ক্ষতির মুখে এলআইসি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান। আদানি গোষ্ঠীর (Adani Group) কোম্পানিতে এলআইসির (LIC) বড় বিনিয়োগ রয়েছে। তাছাড়া এসবিআই থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে রেখেছে আদানি গোষ্ঠী। ফলে আর্থিক সংস্থাগুলির ভবিষ‌্যৎ নিয়ে অনেকেই আশঙ্কিত। আদানি এন্টারপ্রাইজ তো বটেই, এই মুহূর্তে আদানির সব সংস্থা আদানি উইলমার, অম্বুজা সিমেন্টস (Ambuja Cements), আদানি পোর্টস, আদানি টোটাল গ্যাস সব সংস্থার শেয়ারের দামই পতনের মুখে।

দেশের বৃহত্তম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী LIC-ও রয়েছে এই বিনিয়োগকারীদের তালিকায়। আদানি গ্রুপের শেয়ারে LIC-র মোট বিনিয়োগ 27 জানুয়ারি নেমে গিয়েছিল 62,621 কোটি টাকায়। 2023 সালের 24 তারিখে এই পরিমাণ ছিল 81,268 কোটি টাকা। অর্থাৎ দুটি ট্রেডিং সেশনে LIC-র 18,647 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে।

তথ্য মোতাবেক, আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস-সহ আদানি গ্রুপের আরও বেশ কয়েকটি স্টকে LIC-র বিনিয়োগ রয়েছে। এই স্টকগুলির শেয়ার গত 2 ট্রেডিং সেশনে 19 শতাংশ থেকে 27 শতাংশ পড়ে গিয়েছে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest