Bomb Found In Abandoned Bag At Delhi's Flower Market, Detonated

Delhi: ফুলের বাজারে ব্যাগ ভর্তি বিস্ফারক! রাজধানী জুড়ে চাঞ্চল্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শুক্রবার দিল্লিতে গাজিপুর ফুল-মান্ডিতে উদ্ধার হয়েছে আইইডি। জানা গিয়েছে বিস্ফোরকের ওজন ছিল ৩ কেজি। দিল্লি পুলিশের তৎপরতায় এই বিস্ফোরক উদ্ধার ঘিরে বড় ক্ষমক্ষতি রোখা গিয়েছে বলে খবর।

ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৯টা নাগাদ দিল্লির গাজিপুর ফুলের বাজারে। সকালের এই সময়েই বাজারটিতে ভিড় থাকে সবচেয়ে বেশি। ক্রেতাদের পাশাপাশি, বিভিন্ন জেলা থেকে আসা ফুলচাষিরাও হাজির থাকেন এই সময়ে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পেরেছে, এক ব্যক্তি একটি স্কুটারে চেপে ফুলের দোকানে এসে ফুল কেনেন। তারপর স্কুটার এবং ব্যগ দু’টিই দোকানের সামনে রেখে চলে যান। তবে ওই ব্যক্তি কে তা ফুটেজ দেখে চিহ্নিত করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: গোয়ায় কি তবে তৃণমূল-কংগ্রেস জোট? দিল্লিতে রাহুলের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

পরে পুলিশকে খবর দেন ফুলের বাজারের এক দোকানি। তিনি জানিয়েছেন, ব্যাগ সমেত স্কুটারটিকে দোকানের সামনে দাঁড় করানো দেখে তাঁর সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই ক্রেতার ফেলে যাওয়া ব্যাগের ভিতর থেকে শক্তিশালী আইইডি বিস্ফোরক উদ্ধার করে।

দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা জানিয়েছেন যে, গোটা বিষয়টি নিয়ে তাঁরা তদন্তে নেমেছেন। বহু এজেন্সির সঙ্গে কথা বলে এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা জানার চেষ্টায় রয়েছে পুলিশ। দিল্লি পুলিশের তরফে নিশ্চিত করা হয়েছে যে, এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার বেলা ১১ টা নাগাদ বিস্ফোরক উদ্ধার হয়। এরপর দুপুর দেড়টা নাগাদ তা ধ্বংস করে দেওয়া হয় একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের সাহায্যে।

আরও পড়ুন: Union Budget 2022: ৩১ জানুয়ারি থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন, চলবে দুটি পর্বে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest