Bombay High Court to hear the bail plea of Aryan Khan today, Will he Get bail today

গভীর রাতে দিল্লিতে সমীর ওয়াংখেড়ে, আজ বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের শুনানি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সোমবার দিনভর চর্চার কেন্দ্রবিন্দুতে আরিয়ান খান মাদক মামলার তদন্তের দায়িত্বে থাকা এনসিবি আধিকারিক তথা এনসিবি মুম্বইয়ের জোনাল ডিরেক্টোর সমীর ওয়াংখেড়ে। এদিন সকালে মুম্বইয়ের এনডিপিএস আদালতে আরিয়ান মামলায় বয়ান থেকে সরে দাঁড়ানো সাক্ষীর বিরুদ্ধে হলফনামা দায়ের থেকে শুরু করে দুপুরে প্রেস বিবৃতি দিয়ে নবাব মালিকের অভিযোগ খারিজ করা- দিনভর সংবাদ শিরোনামে ওয়াংখেড়ে।

এদিন প্রভাকর সেইলের আনা তোলাবাজির অভিযোগ নিয়ে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছে এনসিবি। পাশাপাশি এনডিপিএস কোর্টেও সজোরে ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় সংস্থা ও সমীর ওয়াংখেড়ে। আচমকা নিজের বয়ান পালটে ফেলা প্রভাকর সেইলের হলফনামা নিয়ে কোনওরকম নির্দেশ দেওয়া থেকে বিরত থাকে আদালত। নিম্ন আদালত সাফ জানায়, বিষয়টি ইতিমধ্যেই হাইকোর্টে বিচারাধীন তাই সেই নিয়ে কোনও মন্তব্য করবে না আদালত। উল্লেখ্য, মঙ্গলবরাই হাইকোর্টে আরিয়ান খান, আরবাজ মার্চেন্টদের জামিনের শুনানি। ঠিক তার কয়েক ঘন্টা আগেই সোমবার রাতে দিল্লিতে হাজির হন সমীর ওয়াংখেড়ে।

তবে কী এনসিবির তরফে সমন পাঠানো হয়েছে সমীর ওয়াংখেড়েকে? কী জন্য আরিয়ান মামলার শুনানির কয়েকঘন্টা আগে দিল্লিতে এই এনসিবি কর্তা?  এদিন দিল্লিতে সাংবাদিকরা ঘিরে ধরলে সমীর ওয়াংখেড়ে সাফ জানান, তাঁকে কোনও সংস্থার তরফে সমন পাঠানো হয়নি। ব্যক্তিগত কাজে তিনি দিল্লিতে এসেছেন। কিন্তু সেই কাজ নিয়ে কোনওরকম মন্তব্য করেননি ওয়াংখেড়ে।

অন্যদিকে, মঙ্গলবার ফের আরিয়ানের জামিনের আবেদনের শুনানি রয়েছে বম্বে হাই কোর্টে। এই নিয়ে এটি তৃতীয় জামিনের আবেদন আরিয়ানের । আগের দু’বার শাহরুখ-পুত্রের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। যুক্তি হিসেবে বলা হয়েছিল, জামিনে ছাড়া পেলে, আরিয়ান তাঁর বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন। যেহেতু তিনি একজন তারকা পুত্র, তাই এ বিষয়ে নিজের প্রভাব প্রতিপত্তিও প্রমাণ লোপাটে কাজে লাগাতে পারেন। এমনটা তদন্তকারী সংস্থা এনসিবিই জানিয়েছিল আদালতে। তবে এখন যখন ঘটনার তদন্তকারী খোদ এনসিবির কর্তার বিরুদ্ধেই তদন্তে দুর্নীতির অভিযোগ উঠেছে, তখন ২৩ বছরের আরিয়ানের মুক্তি নিয়ে আশার আলো দেখছেন অনেকেই। কারণ প্রথমত, আরিয়ানের কাছে মাদক পাওয়া যায়নি। এমনকি তিনি মাদক সরবরাহ করতেন বলেও কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি তাঁর আইনজীবীদের।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest