Budget 2023: Smoking to be costly, custom duty on cigarettes increased

Budget 2023: ধূমপায়ীদের ক্ষেত্রে দুঃসংবাদ! দাম বাড়ছে সিগারেটের, নেটপাড়ায় মিমের ঢল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ধূমপায়ীদের জন্য বাজেটে খারাপ খবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ আরও বাড়ছে সিগারেট খাওয়ার খরচ৷ বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমণ জানালেন, প্রাকৃতিক বিপর্যয় সেসের নামে সিগারেটের উপরে আরও ১৬ শতাংশ সেস চাপানো হচ্ছে৷ ফলে একধাক্কায় বেশ কিছুটা বাড়বে সিগারেটের দাম৷

তামাক এবং তামাকজাত দ্রব্য সেবনে উৎসাহ কমানোই সরকারের লক্ষ্য৷ সেই কারণেই এবার নতুন এই সেস চাপল সিগারেটের উপরে৷ আবার উল্টো দিকে সরকারের আয়ের পথও বাড়ল৷

তবে সিগারেটের দাম বৃদ্ধি হলেও মোবাইল ফোন, টিভি-র দাম কমানোর সম্ভাবনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ টিভি তৈরির প্যানেলের প্রয়োজনীয় সেলের উপরে আমদানি শুল্ক কমিয়ে আড়াই শতাংশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ একই ভাবে মোহাইলের যন্ত্রাংশ আমদানির উপরেও শুল্ক হ্রাসের কথা জানিয়েছেন নির্মলা৷

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে এটিই ছিল মোদি  সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের জন্য আয়করে ছাড় অনেকটা বাড়িয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ মহিলাদের জন্য নতুন সঞ্চয় প্রকল্পের ঘোষণা করা হয়েছে৷ প্রবীণ নাগরিকদেরও সঞ্চয়ের উপরে আয়করের ক্ষেত্রে ছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তবে ধূমপায়ীদের পকেটের চাপ কিছুটা হলেও বাড়িয়ে দিলেন তিনি৷

আরও পড়ুন: BBC documentary: মোদী-তথ্যচিত্রে কেন্দ্রের নিষেধাজ্ঞা কেন? মামলা দায়ের সুপ্রিম কোর্টে

আরও পড়ুন: Budget-2023: আরও দামি হচ্ছে সোনা-রুপোর গয়না, সস্তা হচ্ছে মোবাইল-টিভি

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest