Bus Accident: 12, including 7 of a family, killed as 2 buses collide head-on in Odisha

Bus Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত অন্তত ১২

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রবিবার রাতে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং ২০ জন আহত হলেন ওড়িশার ভুবনেশ্বরে৷ গঞ্জাম জেলায় দিগাপাহান্ডি থানা এলাকার খেমুন্ডি কলেজের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ পুলিশের প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে বিয়েবাড়ির অতিথিদের নিয়ে বাসটি রায়গড় থেকে ভুবনেশ্বর যাচ্ছিল৷ পথে সরকারি বাসের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে৷

এদিকে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক দুর্ঘটনায় মৃতদের জন্য নগদ ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার জন্য বিশেষ তহবিল বরাদ্দ করা হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার। বেরহামপুরের কাছাকাছি বাসে করে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন আত্মীয়রা মিলে। গভীর রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার সময়েই ঘটে দুর্ঘটনা। বেরহামপুর-তপ্তপানি রোডের উপরেই অন্য একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে বিয়েবাড়ির বাসটির।

আরও পড়ুন: Anti BJP Alliance: নীতীশের সঙ্গে জোট বৈঠকের এক দিন আগেই মমতা- কেজরি পটনায়, শুক্রবার সকালে আসছেন রাহুল- খাড়গে

জানা গিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। মৃতদের মধ্যে রয়েছেন একই পরিবারের ৭ জন সদস্য। ইতিমধ্যেই তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আবার সংকটজনক হওয়ায়, তাঁদের কটকের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কাজেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে।

একই ধরনের দুর্ঘটনায় চলতি বছর ফেব্রুয়ারিতে অন্তত ১৪ জন প্রাণ হারান মধ্যপ্রদেশের রেওয়া সাতনা সীমান্তে৷ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে ধাক্কা মারে সিমেন্ট বোঝাই ট্রাক৷ দুর্ঘটনার অভিঘাতে ১৪ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হন ৬০ জন৷

আরও পড়ুন: Kedarnath Yatra: তুমুল বর্ষণ উত্তর ভারতে, অনির্দিষ্টকালের জন্য স্থগিত কেদারনাথ যাত্রা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest