Bus falls into Narmada river in Madhya Pradesh, 13 dead

Madhya Pradesh: নর্মদা নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস! মৃত অন্তত ১৩

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নর্মদা নদীতে বাস পড়ে মৃত্যু হল ১৩ যাত্রীর৷ সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের ধর জেলায়৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৪০-এর অধিক যাত্রীকে নিয়ে একটি বাস মহারাষ্ট্রের পুণে যাচ্ছিল৷ সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজের রেলিং ভেঙে সোজা নদীর জলে পড়ে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় একাধিক যাত্রীর৷

স্থানীয়রা জানিয়েছেন, মহারাষ্ট্রের সরকারি বাসটি যাত্রীদের নিয়ে ইন্দোর থেকে পুণে যাচ্ছিল৷ খালঘাট সঞ্জয় সেতুতে ওঠার পরই সেটি দুর্ঘটনার কবলে পড়ে৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিস৷ বাসটিকে ক্রেনের সাহায্যে উপরে নিয়ে আসে৷ পুলিস জানিয়েছে, ১৫ জন যাত্রীকে উদ্ধার করা গিয়েছে৷ তবে বাসে ঠিক জন যাত্রী ছিলেন তা স্পষ্ট নয়৷ পুলিসের অনুমান ৪০-৫০ জন যাত্রী থাকতে পারে৷ কেউ নর্মদা নদীর জলে তলিয়ে গিয়েছেন কিনা দেখা হচ্ছে৷ চলছে তল্লাশি অভিযান৷ বর্ষায় খরস্রোতা নর্মদা থেকে যাত্রীদের উদ্ধার করা খুবই চ্যালেঞ্জিং হয়ে ওঠে।

আরও পড়ুন: ‘মঙ্গলসূত্র খুলে রাখা স্ত্রীর মানসিক ক্রুরতারই চিহ্ন’, অবাক রায় হাইকোর্টের

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ব্রেক ফেল করার জেরে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান টুইটারে লিখেছেন, ‘দুর্ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের দল। খারগন, ধার জেলার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’ এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Presidential Election 2022: শুরু রাষ্ট্রপতি নির্বাচন, কীভাবে-কোন অঙ্কে এই ভোট হয় ভারতে?

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest