Cast your vote seeing me, Modi urge in Himachal Pradesh election campaign

Modi: কে প্রার্থী দেখেন না,পদ্মে ভোট মানেই মোদিকে, মমতার সুর মোদির গলায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২৯৪টি কেন্দ্রে আমিই প্রার্থী।’ এরাজ্যের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একাধিকবার একথা বলতে শোনা গিয়েছে। এবার অনেকটা মমতার ধাঁচেই হিমাচল প্রদেশে দাঁড়িয়ে নিজের জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সাফ বলে দিলেন, ‘প্রার্থী কে সেটা দেখার দরকার নেই। পদ্মে ভোট দিন। পদ্মে ভোট দেওয়া মানেই মোদিকে ভোট দেওয়া।’

হিমাচল-বিজেপিতে (BJP) একাধিক বিতর্ক সামনে আসায় কিছু দিন ধরেই চাপে ছিল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের (Jairam Thakur) বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই নানা অভিযোগ উঠছিল। পাঁচ বারের বিজেপি বিধায়কের বিরুদ্ধে দলের মধ্যেই একটা ক্ষোভ জমা হচ্ছিল। এ দিন ভোট প্রচারে সেই ক্ষোভ মেটানোর চেষ্টা করলেন মোদি। নিজের স্বচ্ছ্ব ভাবমূর্তিকে কাজে লাগিয়ে সব ক্ষোভ-বিক্ষোভ মেটানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) শনিবার হিমাচলে সভার আগে পৌঁছে যান অমৃতসরের বিয়াসে রাধা সোয়ামি সৎসঙ্গ (Radha Soami Satsang Beas)-র সঙ্গে দেখা করতে । সৎসঙ্গে গিয়ে সেখানকার প্রধান বাবা গুরিন্দর সিং ধিলনের সঙ্গে দেখা করেন তিনি ।

প্রচারে নেমে হিমাচলের অনুন্নয়নের জন্য মূলত অতীতের কংগ্রেস সরকারের সমালোচনায় সরব হয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘‘দিল্লিতে বসে থাকা কংগ্রেসের কিছু নেতা বরাবরই নিজেদের স্বার্থে হিমাচলপ্রদেশকে অশান্ত করতে চেয়েছেন। তাই রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে।’’ তিনি দাবি করেন, ‘‘রাজ্যে ও কেন্দ্রে ডাবল ইঞ্জিন সরকার থাকায় গত পাঁচ বছরে হিমাচলের উন্নয়ন দ্রুত হয়েছে।’’হিমাচলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ভোটারদের অনেকাংশে ক্ষোভ থাকলেও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি এখনও সেরাজ্যে উজ্বল। তাই এবারের ভোট বৈতরণী পার হতে নিজের নামেই বাজি ধরছেন মোদি।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest