Centre set to start process to appoint next CDS soon; Gen Naravane frontrunner The government is set to begin the p

পরবর্তী CDS হওয়ার দৌঁড়ে এগিয়ে নরভানে, আগামী সপ্তাহে নাম ঘোষণার সম্ভাবনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জেনারেল বিপিন রাওয়াতের (Gen Bipin Rawat) মৃত্যুর (Coonoor Chopper Crash) পর আগামী সপ্তাহে সম্ভবত পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফের (Next Chief Of Defence Staff) নাম ঘোষণা করতে পারে কেন্দ্র৷ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পরবর্তী সিডিএস-কে বেছে নিতে সরকার একটি প্যানেল তৈরি করতে পারে৷ এর পর তিন বাহিনীর সুপারিশ ওই প্যানেলের কাছে জমা পড়বে৷ তাঁদের মধ্যে থেকে একজনকে চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে মনোনীত করবে প্যানেল৷ সেই নাম সুপারিশ হিসেবে পাঠানো হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Defence Minister Rajnath Singh) কাছে৷ চূড়ান্ত অনুমোদন দেবে ক্যাবিনেটের নিয়োগ কমিটি৷ তার পরই রাওয়াতের উত্তরসূরি হিসেবে দায়িত্ব তুলে নেবেন নতুন সিডিএস৷

আর এই পরিস্থিতিতেই উঠছে এক অমোঘ প্রশ্ন। এবার কাকে দেওয়া হবে এই গুরুদায়িত্ব? মনে করা হচ্ছে, এই তালিকায় রয়েছে ৪ থেকে ৬ জনের নাম। তাঁদেরই মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে। আর সেই সিদ্ধান্ত নেওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।

ওয়াকিবহাল মহল মনে করছে, পরবর্তী সেনা সর্বাধিনায়ক বাছার ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর মূলত দু’টি। এক, যাঁর ট্র্যাক রেকর্ড সবচেয়ে উজ্জ্বল। দুই, যিনি প্রধানমন্ত্রীর সবচেয়ে বিশ্বাসভাজন হবেন। উল্লেখ্য, মোদীই এই সংক্রান্ত নিয়োগ কমিটির শীর্ষপদে রয়েছেন। কিন্তু কেবল সেই কারণেই মোদির ভূমিকা গুরুত্বপূর্ণ তা নয়। আসলে প্রধানমন্ত্রীর হৃদয়ের খুব কাছাকাছি ভারতীয় সেনা। তাই তাঁর মত এক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শেষ পর্যন্ত কাকে তিনি ও তাঁর কমিটি বেছে নেয় আপাতত সেদিকেই নজর সকলের।

দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হওয়ার দৌঁড়ে অন্যানদের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরভানে৷ এর কারণ প্রধানত দুটি৷ তিন বাহিনীর মধ্যে এই মুহূর্তে নরভানে সবচেয়ে প্রবীণ সেনা অফিসার৷ আগামী বছর এপ্রিল মাসে সেনাপ্রধান হিসেবে তিনি অবসর নেবেন৷ সূত্রের অবসরের আগেই নরভানে সিডিএস হিসেবে দায়িত্ব তুলে নেবেন৷ জেনারেল রাওয়াতের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা দ্রুত পূরণ করতে চায় কেন্দ্র৷

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, সিডিএস হওয়ার ক্ষেত্রে তেমন নির্দিষ্ট কোনও মাপকাঠি নেই৷ সীমান্ত সুরক্ষার ব্যাপারে বিভিন্ন চ্যালেঞ্জ কড়া হাতে মোকাবিলা করাই প্রধান বিবেচ্য ৷ কিন্তু প্রাথমিক যোগ্যতা একটা দরকার ৷ কী সেই যোগ্যতা? পদাতিক, বায়ুসেনা এবং নৌবাহিনীর যে কোনও কম্যান্ডিং অফিসার এই পদের জন্য বিবেচ্য হতে পারেন৷ সেনাকর্তাদের মধ্যে সবথেকে প্রবীণ অফিসারদের কাউকে সরকার এই পদের জন্য বিবেচনা করতে পারে৷ তবে ৬২ বছর পর্যন্ত অথবা তিন বছর এই পদে থাকতে পারেন একজন সিডিএস৷

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest