সবে কিছুটা স্তিমিত হয়েছে কৃষক আন্দোলন। এর মধ্যেই কৃষি আইন ফিরিয়ে আনার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। নাগপুরে তিনদিনের কৃষি প্রদর্শনীর উদ্বোধনে এসেছিলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, স্বাধীনতার ৭০ বছর পরে মোদীর নেতৃত্বে কৃষি সংস্কার শুরু হয়েছে। কিন্তু কিছু মানুষের তা পছন্দ নয়। আমরা এক পা পিছিয়ে এসেছি। তবে এনিয়ে আমরা হতাশ নই।
শুক্রবার মহারাষ্ট্রে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। সেখানেই নরেন্দ্র সিং তোমার কৃষি আইনগুলি বাতিলের জন্য “কিছু সংখ্যক ব্যক্তিকে” দায়ী বলে মনে করছেন। সংবাদ সংস্থা পিটিআইকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন, “আমরা কৃষি সংশোধনী আইন এনেছিলাম। কিন্তু কিছু লোক এই আইনগুলি পছন্দ করেনি। এটি স্বাধীনতার ৭০ বছর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি বড় সংস্কার ছিল।” তিনি আরও বলেন, “কিন্তু সরকার এখনই নিরাশ হচ্ছে না… আমরা একধাপ পিছিয়েছি ঠিকই। তবে আমরা আবার সামনের দিকে এগোব। কারণ, কৃষকরাই ভারতের মেরুদণ্ড।”
আরও পড়ুন: Aeshra Patel: গ্ল্যামার জগৎ ছেড়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী হলেন এই সুপার মডেল!