Centre will not bring back farm laws, clarifies Union Minister Narendra Singh Tomar amid Congress uproar

ফের কার্যকর হতে পারে কৃষি আইন! কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর মন্তব্যে বিতর্ক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সবে কিছুটা স্তিমিত হয়েছে কৃষক আন্দোলন। এর মধ্যেই কৃষি আইন ফিরিয়ে আনার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। নাগপুরে তিনদিনের কৃষি প্রদর্শনীর উদ্বোধনে এসেছিলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, স্বাধীনতার ৭০ বছর পরে মোদীর নেতৃত্বে কৃষি সংস্কার শুরু হয়েছে। কিন্তু কিছু মানুষের তা পছন্দ নয়। আমরা এক পা পিছিয়ে এসেছি। তবে এনিয়ে আমরা হতাশ নই।

শুক্রবার মহারাষ্ট্রে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। সেখানেই নরেন্দ্র সিং তোমার কৃষি আইনগুলি বাতিলের জন্য “কিছু সংখ্যক ব্যক্তিকে” দায়ী বলে মনে করছেন। সংবাদ সংস্থা পিটিআইকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন, “আমরা কৃষি সংশোধনী আইন এনেছিলাম। কিন্তু কিছু লোক এই আইনগুলি পছন্দ করেনি। এটি স্বাধীনতার ৭০ বছর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি বড় সংস্কার ছিল।” তিনি আরও বলেন, “কিন্তু সরকার এখনই নিরাশ হচ্ছে না… আমরা একধাপ পিছিয়েছি ঠিকই। তবে আমরা আবার সামনের দিকে এগোব। কারণ, কৃষকরাই ভারতের মেরুদণ্ড।”

আরও পড়ুন: Aeshra Patel: গ্ল্যামার জগৎ ছেড়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী হলেন এই সুপার মডেল!

সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনই লোকসভায় পেশ হয় কৃষি আইন প্রত্যাহার বিল৷ পেশ হওয়ার চার মিনিটের মধ্যে বিলটি পাশ হয়ে যায়৷ এর পর নিম্নকক্ষ থেকে বিলটি পাঠানো হয় রাজ্যসভায়৷ সেখানেও ধ্বনি ভোটে বিল পাশ হয়ে যায়৷ যদিও বিল পাশ নিয়ে সংসদের ভেতর বিরোধীরা তুমুল হট্টগোল বাঁধিয়ে দেন৷ তাঁরা বিলটির উপর আলোচনা করতে চেয়েছিলেন৷ কিন্তু সরকার রাজি না হওয়ায় বিক্ষোভ দেখায় বিরোধীরা৷ হই-হট্টগোলের জেরে কিছুক্ষণের জন্য লোকসভা মুলতবি করে দেওয়া হয়৷ ফের অধিবেশন শুরু হলে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বিলটি পেশ করেন৷ তখন ধ্বনি ভোটে সেটি পাশ হয়ে যায়৷  রাজ্যসভায়  খুব অল্প সময় আলোচনা হয়৷
এই মন্তব্যের পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্র কৃষকদের অপমান করেছে বলে আক্রমণ করেন রাহুল। চাপের মুখে পড়ে ২৪ ঘণ্টার মধ্যে তড়িঘড়ি নিজের বয়ান পাল্টে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান, ‘‘আমি এই কথা বলিনি। আমি বলেছিলাম সরকার ভাল আইন করেছে। আমরা কয়েকটি কারণে সেগুলি ফিরিয়ে নিয়েছি। সরকার কৃষকদের কল্যাণে কাজ চালিয়ে যাবে।’’ তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে বলেও দাবি করেন তোমার।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest