Checkbooks of these 3 banks that have been out of order since yesterday, find out what to do!

পরশু থেকে অচল এই ৩টি ব্যাঙ্কের চেকবই,কী করবেন জেনে নিন!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পুরনো চেকবই আর ব্যবহার করা যাবে না। আগামী মাস থেকে নতুন চেকবই ব্যবহার করতে হবে।এই তালিকায় প্রথমেই নাম রয়েছে এলাহাবাদ ব্যাঙ্কের। এটি ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণ হয়েছে। ফলে পুরনো চেকবই আর ব্যবহার করা যাবে না। আগামী মাস থেকে নতুন চেকবই ব্যবহার করতে হবে।

এরপরেই আসছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই দুটিই পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের(PNB) সঙ্গে সংযুক্ত হয়েছে। ফলে এই দুই ব্যাঙ্কেরও পুরনো চেক আগামী মাস থেকে ব্যবহার করা যাবে না।নতুন ব্যবস্থাপনায় পুরনো IFSC কোড এবং MICR কোড আর কাজ করবে না।

পিএনবি জানিয়েছে যে, আপডেট করা আইএফএসসি এবং এমআইসিআর-সহ নতুন পিএনবি চেক বুক ব্যবহার করতে হবে। এছাড়া পরবর্তীকালে নথিপত্রে নতুন IFSC কোড ব্যবহার করতে হবে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest