Children’s Day 2022 : quotes of Jawaharlal Nehru

Children’s Day 2022: শিশু দিবসে দেখে নিন ‘চাচা নেহেরু’র ৮ টি বাণী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

১৮৮৯ সালের ১৪ নভেম্বর, উত্তরপ্রদেশের এলাহবাদে প্রখ্যাত আইনজীবী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মতিলাল নেহেরুর পুত্র জওহরলাল নেহেরুর জন্ম(Children’s Day 2022)। হ্যারো স্কুলে পড়াশোনা করে প্রাকৃতিক বিজ্ঞানে ডিগ্রি অর্জনের জন্য ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। এই সময়ে তিনি সাহিত্য, অর্থনীতি, ইতিহাস এবং রাজনীতির পাঠ নেন। সে কারণেই তার মধ্যে উদারতাবাদ, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদের প্রতি তার আগ্রহ বৃদ্ধি পায় । ১৯১২ সালে ভারতে ফিরে আসেন এবং এলাহাবাদ হাইকোর্টে যোগদান করেন।

শিশুর(Children) প্রতি নেহেরুর ভালবাসা ছিল অফুরন্ত। সেই স্নেহ-ভালবাসাকে স্মরণে রাখতেই তাঁর জন্মদিনটিকে ভারতে শিশু দিবস হিসেবে পালিত হয়। তাঁকে আদর করে চাচা বলে ডাকা হত। ভারতের শিক্ষাব্যবস্থার একটি নতুন দিশা দেখান তিনি। তাঁর শাসনকালেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যাক্ট পাস হয়েছিল। ভারতকে বিশ্বমানচিত্রে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করতে জওহরলাল নেহেরুর বিশ্বজনীন চেতনা প্রবলভাবে কাজ করেছিল। আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন। দেশব্যাপী এই দিনটি পালিত হয় শিশু দিবস হিসাবে।

জীবনে চলার পথে সাফল্য পেতে করণীয় কি সে সম্পর্কে নেহেরুর(Children’s Day 2022) আটটি বাণী খুবই গুরুত্বপূর্ণ

১. পরামর্শ দেওয়া এবং পরে আমরা যা বলি তার পরিণতি থেকে বাঁচার চেষ্টা করা খুব সহজ।

২. বছর বছর পার হলে আমরা সময় পরিমাপ করি। কিন্তু একজন কী করে, কী অনুভব করে ও কী অর্জন করে তার পরিমাপেও সময়েও দাম বোঝা যায়।

৩. জীবনে ভয়ের মতো খারাপ এবং বিপজ্জনক কিছু সম্ভবত নেই। ব্যর্থতা তখনই আসে যখন আমরা আমাদের আদর্শ, উদ্দেশ্য এবং নীতি ভুলে যাই।

আরও পড়ুন: Guru Nanak Jayanti 2021: গুরু নানকের ১০ বাণী, যা জীবনের বেঁচে থাকার প্রাণশক্তি জোগাবে

৪. ভাল নৈতিক অবস্থায় থাকার জন্য অন্তত ততটা প্রশিক্ষণ প্রয়োজন, আর ঠিক ততটাই ভাল শারীরিক অবস্থায় থাকতে হবে।

৫. অনুগত এবং দক্ষ কাজ একটি মহান কারণ, যদিও এটি অবিলম্বে স্বীকৃত নাও হতে পারে, অবশেষে ফল বহন করে।

৬. অত্যধিক সতর্ক থাকার নীতি হল সবথেকে বড় ঝুঁকি নেওয়া। যে ব্যক্তি তার নিজের গুণের বেশি কথা বলে সে প্রায়শই সবচেয়ে কম পুণ্যবান।

৭. সর্বোচ্চ প্রকারের দক্ষতা হল যা বিদ্যমান উপাদানকে সর্বোত্তম সুবিধার জন্য ব্যবহার করতে পারে।

৮. সহাবস্থানের একমাত্র বিকল্প সহ-ধ্বংস।

আরও পড়ুন: Humayun Ahmed : জন্মদিনে দেখে নিন হুমায়ুন আহমেদের প্রেম সম্পর্কিত ১০ টি বাণী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest