Site icon The News Nest

রাজনৈতিক বৈরিতা ভুলে প্রধানমন্ত্রীকে আম উপহার দিলেন মমতা

modi mmta

রাজনৈতিক বৈরিতা চরমে। একের পর এক ইস্যুতে একে অপরের বিরোধিতা করেছেন। তবে কেন্দ্র-রাজ্যের রাজনৈতিক দূরত্ব যতই থাকুক সৌজন্য দেখাতে ভুললেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রতি বছরের মতোই এ বছরও প্রধানমন্ত্রীকে আম পাঠালেন আমজনতার নেত্রী।

আরও পড়ুন : আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক ৩ মাসের মধ্যে! দুয়ারে গিয়েই আধার লিঙ্ক করাবে সরকার

প্রতি বছরই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী-সহ একাধিক রাজনৈতিক নেতা-নেত্রীকে বাংলার ফল-মিষ্টি উপহার পাঠান মুখ্যমন্ত্রী। গত বছর করোনার জন্য সেই রীতিতে ছেদ পড়েছিল। তার পর গঙ্গা-যমুনা দিয়ে প্রচুর জল গড়িয়ে গিয়েছে। বাংলার ভোটের সময় রাজনৈতিক বৈরিতা চূড়ান্ত আকার নিয়েছে। একের পর এক ইস্যুতে কাদা ছোঁড়াছুঁড়ি চলেছে। তার পরও রাজনৈতিক সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, মালদহের লক্ষণভোগ, ল্যাংড়া আম পাঠানো হয়েছে। উপহারের ঝুড়িতে রয়েছে হিমসাগরও। তবে শুধু প্রধানমন্ত্রী নন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকেও আম পাঠিয়েছেন মমতা। উপহারের ঝুড়ি গিয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির ঠিকানাতেও। পৌঁছেও গিয়েছে আমের ঝুড়ি। উল্লেখ্য, প্রতি বছরই সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের বাড়িতে উপহারের ঝুড়ি পৌঁছে দেন দিল্লির বঙ্গভবনের কর্তারা। এ বছরও তার ব্যতিক্রম হল না।

তবে এই প্রথম নন, এর আগেও একাধিক বার রাজনৈতিক সৌজন্যের নজির গড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা থেকে সেরে উঠে বাংলায় ভোটপ্রচারে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় তৃণমূল-বিজেপির হাইভোল্টেজ ভোট প্রচার চলেছে। সেই আবহেও জনসভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন তিনি। এবার ভোটের উত্তাপ মিটতেই প্রধানমন্ত্রীকে আম উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আসরে নামল ইডি, লালবাজার থেকে তলব এফআইআরের কপি

 

Exit mobile version