Cobra found at Uddhav Thackeray's residence ‘Matoshree’; released into the wild

Uddhav Thackeray: প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে মিলল বিশাল গোখরো সাপ!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের মুম্বইয়ের বাসভবন ‘মাতোশ্রী’ থেকে উদ্ধার করা হল বিশাল বড় এক গোখরো সাপ। রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, সেই গোখরো সাপটি ৪ ফুট লম্বা ছিল। দুপুর দেড়টা নাগাদ মাতোশ্রীতে দেখা যায় সাপটি। এরপরই উদ্ধবের অনুগামীরা একটি পশু সংরক্ষণ গোষ্ঠীকে ডেকে আনে। ঘটনাস্থলে পৌঁছে যান পশুপ্রেমী অতুল কাম্বলে। তিনি সেই সাপটিকে সেখান থেকে উদ্ধার করেন। পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

মাতোশ্রীর জলের ট্যাঙ্কের পাশে দুপুর নাগাদ গোখরোটিকে দেখতে পাওয়া গিয়েছিল। সাপটি সেখানে প্রায় আটকে গিয়েছিল। সেই বাড়ি থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিল না সে। এই আবহে জলের ট্যাঙ্কের পাশেই গুটিসুটি মেরে বসে ছিল প্রাণীটি। অতুল কাম্বলে এসে সাপটিকে উদ্ধার করেন। পরে তিনি নিশ্চিত করেন যে এটি গোখরো প্রজাতির সাপ ছিল। সাপটি বিষধর ছিল। এর এক কামড়েই যেকোনও মানুষের মৃত্যু হতে পারত।

বাড়িতে এমন বিষধর সাপের আবির্ভাবে অবশ্য বিচলিত হয়ে পড়েননি বালাসাহেব পুত্র উদ্ধব। তিনি নাকি অতুল কাম্বলের কাছে আবেদন জানিয়েছিলেন যাতে সাপটি ধরে তার কাছে নিয়ে যাওয়া হয়। সেই গোখরোটিকে দেখতে চেয়েছিলেন উদ্ধব। সেই মতো সাপটি ধরে অতুল কাম্বলে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সামনে হাজিরও করেছিলেন। সাপটিকে দেখে বিস্ময় প্রকাশ করেন উদ্ধব।

রাজনৈতিক মহলের অনেকেই অবশ্য মনে করছেন এর থেকেই বড় সাপ তো উদ্ধব দেখেছেন। যার জেরেই আজ তার দল দ্বিধাবিভক্ত।তবে সে সাপের হালও আজকাল খুব ভালো নেই। গেরুয়া সাপুড়েরা বিন বাজিয়ে নাচিয়ে নাচিয়ে তার বেহাল অবস্থা করে ছেড়েছে। এখন তাকেও হয়তো জঙ্গলে ছেড়ে আসার সময় হয়েছে। গেরুয়া সাপুড়েরা নয়া সাপ পেয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest