Comedian Shyam Rangeela will contest against PM Narendra Modi in Varanasi

Shyam Rangeela:বারাণসীতে মোদীর বিরুদ্ধে মোদীরই মিমিক্রিতে জনপ্রিয় শ্যাম রঙ্গিলা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন মোদির মিমিক্রিতে জনপ্রিয় শ্যাম রঙ্গীলা। মোদীর হুবহু গলায় তিনি সকলকে তাক লাগাতে ওস্তাদ।বুধবার রাতে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে শ্যাম জানিয়েছেন, নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেবেন তিনি।বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে শ্যাম রঙ্গিলা লেখেন, “বারাণসী থেকে লড়াই করার ঘোষণার পর আপনাদের সকলের থেকে ভালবাসা পেয়ে আমি আপ্লুত। শীঘ্রই বারাণসী পৌঁছে আমি মনোনয়ন ও নির্বাচন নিয়ে কথা বলব।”

একসময় যে তিনি মোদী এবং বিজেপির সমর্থক ছিলেন, সে কথা অবশ্য নিজেই অকপটে স্বীকার করে নিয়েছেন এই কৌতুকশিল্পী। জানিয়েছেন তাঁর ভোটে দাঁড়ানোর কারণও। এক্স পোস্টে শ্যাম বলেন, “আমি বারাণসী থেকে ভোটে দাঁড়াচ্ছি। কারণ এখন কেউ জানে না কে মনোনয়ন প্রত্যাহার করে নেবে।

কিছু দিন আগেই মনোনয়ন জমা দিয়েও পরে তা প্রত্যাহার করে নিয়েছেন মধ্যপ্রদেশের ইনদওর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। তার পরই তিনি বিজেপিতে যোগ দেন। আবার গুজরাতের সুরাতে এক কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার পর পর পর আট জন বিরোধী দলের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে ভোটের আগেই ওই কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত হয়ে যায়। এই আবহে মিমিক্রি আর্টিস্ট শ্যামের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

সংবাদমাধ্যমেরও মুখোমুখি হয়ে ওই কমেডিয়ান বলেন, “২০১৪ সালে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত ছিলাম। প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়ে আমি একাধিক ভিডিয়োও পোস্ট করেছিলাম। রাহুল গান্ধী ও কেজরীবালের বিরোধিতা করেও একাধিক ভিডিয়ো পোস্ট করেছিলাম। ওই ভিডিয়ো দেখে কেউ বলতেই পারেন যে আগামী ৭০ বছর আমি শুধু বিজেপিকে ভোট দেব। কিন্তু বিগত ১০ বছরে পরিস্থিতির অনেক বদল হয়েছে…আমি নির্দল প্রার্থী হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ব।” তিনি আরও বলেন, “আমি প্রার্থী হওয়ায় বারাণসীর মানুষেরা ভোটদানের সময় অপশন পাবে। সুরাট, ইন্দোরের মতো হবে না। আমি এই সপ্তাহেই বারাণসী যাব ও মনোনয়ন জমা দেব।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest