Site icon The News Nest

অগ্নিমূল্য পেট্রোলের প্রতিবাদে সাইকেলে চড়ে সংসদে গেলেন রাহুল গান্ধী

rahul cycle

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চড়ে সংসদ অভিযান বিরোধীদের। সাইকেলে চড়ে সংসদ ভবনে গেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। উল্লেখ্য, এর আগে ট্রাক্টর চালিয়ে সংসদে যেতে দেখা গিয়েছিল রাহুলকে। এদিন সকালে একাধিক বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন রাহুল। সংসদীয় রণনীতি নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে খবর। সকালে দিল্লিতে প্রাত:রাশ বৈঠক ডাকেন রাহুল। বৈঠক শেষে বিরোধী ঐক্য আরও মজবুত করার কথা বলেছেন রাহুল গান্ধী। ওই বৈঠকের পর সাইকেল নিয়ে সংসদ রওনা দেন রাহুল।

কিছুদিন আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিল্লির সাউথ অ্যাভিনিউর দলীয় কার্যালয় থেকে তৃণমূলের কয়েকজন সাংসদ সাইকেল চালিয়ে সংসদে যান। তৃণমূল সাংসদদের পর রাহুল-সহ বিরোধী নেতাদের একাংশ যেভাবে সাইকেল চালিয়ে সংসদ অভিযান করলেন তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

পেগাসাস ইস্যুতে এদিনও সংসদের দুই কক্ষে হট্টগোল বাধে। পেগাসাস-সহ একাধিক ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিরোধীরা। পেগাসাস-সহ একাধিক ইস্যুতে তেতে রয়েছে সংসদের বাদল অধিবেশন।এর আগে ট্রাক্টর চালিয়ে সংসদ অধিবেশনে গিয়েছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi In Tractor)। কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতেই তাঁর এই কর্মসূচি বলে জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ। একইসঙ্গে কৃষি আইন প্রত্যাহারের দাবি তুলেছিলেন রাহুল।

আরও পড়ুন : অ্যাপ ক্যাব চালককে একের পর এক চড়! তরুণীকে গ্রেপ্তারির দাবি নেটিজেনদের

আরও পড়ুন : টাইটেল চুরির অভিযোগ! Once Upon A Time in Calcutta ছবির নাম স্বত্ব নিয়ে বিতর্ক

Exit mobile version