Couple Kissing in Delhi Metro, video goes viral

Delhi Metro: মেট্রোয় চুমুতে মত্ত যুগল!অস্বস্তিতে যাত্রীরা! Viral Video

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দিল্লি মেট্রোতে ফের চুম্বনরত যুগলের ভিডিও! সোশ্যাল মিডিয়াজুড়ে নিন্দার ঝড়। মেট্রোয় থাকাকালীন অনুপযুক্ত বা অশ্লীল আচরণে জড়িত না হওয়ার জন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (DMRC) তরফে বারবার সতর্কতা জারি করা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।ভিডিওটায় দেখা যাচ্ছে, মেট্রোর দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে যুগল। একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। অপরদিক থেকে অন্য এক যাত্রী ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন।

ভিডিও পোস্ট হওয়ার পর মন্তব্য বাক্সে ঝাঁপিয়ে পড়েন নেটিজেনরা। অনেকেই জানান, তাঁরাও এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন একাধিকবার। নিন্দা, সমালোচনার ঢেউ উঠেছে ভিডিওর মন্তব্য বাক্সে।

আশপাশে থাকা অন্য যাত্রীরা এই ঘটনায় বেশ অপ্রস্তুত হয়ে পড়েছেন। তাঁরা জানিয়েছেন, এমন ঘটনা বারবার ঘটছে। এক যাত্রী ভিডিও করে শেয়ার করে লেখেন, ‘আনন্দ বিহারের আরও এক ভিডিও। আমরা যেন ভুলে গিয়েছি যে প্রেম অন্ধ হলেও মানুষেরা নন।’ ভিডিওতে যুগলের মুখ ঝাপসা করে দেওয়া হয়েছে।বেশ কয়েক বছর আগে কলকাতায় মেট্রো রেলে যুগলের ঘনিষ্ঠ হওয়ার জেরে তৈরি হয়েছিল বিতর্ক। এর আগেও দিল্লি মেট্রোর কামরায় প্রেমিক-প্রেমিকার চুমুর ঘটনা সামনে এসেছে।

ঘটনার ঘনঘটায় পদক্ষেপ করতে বাধ্যও হয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, মেট্রোর অন্দরে রিল বানানো বা অসংলগ্ন অবস্থায় দেখা গেলে মোটা টাকা জরিমানা সহ শাস্তি পেতে হতে পারে।কিন্তু কে শোনে কার কথা ! অনেকের প্রশ্ন প্রেম করার জন্য মেট্রোকেই বা ওদের এত পছন্দ কেন ? মেট্রো কি প্রেমে করার ঠিকান। এতো প্রেম পেলে তারা অন্য জায়গায় গিয়ে প্রেম করুক।তাতে তো তাদের কেউ ঠেকাচ্ছে না।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest