Crime News : Mumbai: Man gets 1-yr jail for trying to kiss teen at Khar railway station

Crime News: স্টেশনে তরুণীকে জোর করে চুমু! এক বছরের সশ্রম কারাদণ্ড যুবককে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মুম্বইয়ের এক স্টেশনে তরুণীকে হেনস্থার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন যুবক। তাঁকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ, স্টেশনে দাঁড়িয়ে থাকা তরুণীকে আচমকা জাপটে ধরে চুম্বনের চেষ্টা করে যুবক।

ঘটনাটি ঘটেছিল গত বছর। ভুল করে খার স্টেশনে নেমে পড়েছিলেন ১৯ বছর বয়সি ওই তরুণী। প্ল্যাটফর্মেই ফিরতি ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন। তিনি ফোনে কথা বলছেন, সেই সময়েই আচমকা হাজির হয় ৩৫ বছর বয়সি এক ব্যক্তি। জোর করে তরুণীর ঠোঁটে চুমু খেতে চেষ্টা করেন তিনি। সঙ্গে সঙ্গে ওই তরুণী চিৎকার করেন। ঘটনাস্থল থেকেই আটক করা হয় অলোক কানোজিয়া নামে ওই ব্যক্তিকে।

আরও পড়ুন: Uttarakhand: পরীক্ষায় জালিয়াতি করলে ‘যাবজ্জীবন কারাদণ্ড’, ১০ কোটি টাকা জরিমানা! কড়া আইন উত্তরাখণ্ডে

তার পর চেঁচিয়ে পুলিশকে ডাকেন। লোক জড়ো হয়ে যায় এলাকার। পরে বান্দ্রা রেলওয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তরুণী। খার রোড স্টেশনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। গত নভেম্বরে মুম্বইয়ের আদালতে এই ঘটনার বিচারপ্রক্রিয়া শুরু হয়। আড়াই মাসের মধ্যেই রায় শুনিয়েছেন বিচারক। তাঁর পর্যবেক্ষণ, তথ্যপ্রমাণ বিচার করে দেখা যাচ্ছে, যুবক মহিলার শ্লীলতাহানি করেছেন। তাঁর আরও বদ কোনও মতলব থাকতে পারত। এটি গুরুতর অপরাধ। এ ক্ষেত্রে ক্ষমা প্রদর্শনের কোনও অবকাশ নেই।

যুবককে এক বছরের কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারক। সেই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে। তা থেকে ৩ হাজার টাকা পাবেন অভিযোগকারী তরুণী।

আরও পড়ুন: Viral Video: ভাইপোর বিয়েতে লক্ষাধিক টাকা ওড়ালেন প্রাক্তন গ্রাম প্রধান, ভাইরাল ‘নোটের বৃষ্টি’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest