Crime News: Woman kills husband to save daughter in law in UP

Crime News: ‘পুত্রবধূকে শয্যাসঙ্গিনী করতে চাই’, স্বামীর মুখে ‘কুকথা’ শুনে গলা কাটল স্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পুত্রবধূর সঙ্গে গোপনে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন ব্যক্তি। তাঁর ইচ্ছার কথা জানতে পেরে তাঁকে খুন করলেন স্ত্রী। ঘুমন্ত অবস্থায় ওই ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জানা যাচ্ছে, গত ১৪ আগস্ট ৪৩ বছরের তেজিন্দর সিং ঘুমোচ্ছিলেন। সেই সময়ই একটি ধারালো অস্ত্র এনে তাঁর গলায় কোপ বসান স্ত্রী মিথিলেশ দেবী। প্রথমে মৃতের পরিবারের সদস্যরা একে অচেনা আততায়ীর হামলা বলে দাবি করলেও তদন্তে নেমে পুলিশের সন্দেহের তির ঘুরে যায় মিথিলেশ দেবীর কাছে। ৪০ বছরের ওই গৃহবধূ প্রথমে নিজের অপরাধ স্বীকার করেননি। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি ভেঙে পড়ে জানিয়ে দেন, তাঁর স্বামীকে তিনিই খুন করেছেন। আর এই হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন পুত্রবধূকে যৌন হয়রানির হাত থেকে বাঁচাতে।

আরও পড়ুন: Mizoram: ভেঙে পড়ল নির্মীয়মাণ রেল-ওভারব্রিজ, মালদার একটি গ্রামেই ১৭ জনের মৃত্যু

ধৃতের নাম মিথিলেশ দেবী। জেরার মুখে মহিলা জানান, পুত্রবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইতেন তাঁর স্বামী। স্ত্রীকে সে কথা জানিয়েওছিলেন। এমনকি, ১৯ বছরের পুত্রবধূকে তাঁর শয্যাসঙ্গিনী হওয়ার জন্য রাজি করাতে বলেছিলেন স্ত্রীকে। গত ১৪ অগস্ট ওই ব্যক্তিকে ঘুমের মধ্যে গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করেন মহিলা। তবে পুলিশের অনুমান, স্বামীর সঙ্গে পুত্রবধূর গোপন সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তিনি। সেই রাগ থেকে খুন করেছেন।

প্রথম দিকে তিনি পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। বার বার বদলাচ্ছিলেন নিজের বয়ান। অবশেষে চাপের মুখে দোষ স্বীকার করে নেন।

আরও পড়ুন: Tamil Nadu: দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন, মৃত্যু অন্তত ১০ জনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest