Cyclone Mandous is going to affect Tamil Nadu, Andhra Pradesh and Puducherry

Cyclone Mandous: তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মান্দোস, বৃহস্পতি সকালে আসবে ঊপকূলের কাছে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। যা বর্ষার পর দ্বিতীয় ঘূর্ণিঝড় হতে চলেছে। এমনই জানিয়েছে ভারতীয় মৌসম ভবন। ওই ঘূর্ণিঝড়ের নাম হল – মান্দৌস (Cyclone Mandous)। যে নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি।

আবহাওয়া দফতর জানাচ্ছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ৭ ডিসেম্বর মাঝরাত থেকে তামিলনাড়ু, পুদুচেরিতে ভারী বৃষ্টিপাত শুরু হবে। ৮ ও ৯ ডিসেম্বর অতি ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইলেও তা মারাত্মক আকার নেবে না বলেই মত আবহাওয়া দফতরের।

আরও পড়ুন: Ravish Kumar: ‘সাংবাদিকতার ভষ্মযুগ… সব গোদি মিডিয়া’, NDTV ছেড়ে নিজের ইউটিউব চ্যানেল ঘোষণা রাবিশের

বলা হচ্ছে যে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলে পৌঁছানোর আগে এটি দুর্বল হয়ে যেতে পারে। শুধুই তামিলনাড়ু কিংবা পুদুচেরিতে নয়, এই নিম্নচাপের প্রভাব পড়বে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও। মঙ্গলবার ও বুধবার, সেখানে বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

আরবি ভাষায় ‘মান্দৌস’ শব্দের অর্থ ‘গয়নার বাক্স’। কিন্তু এই ‘গয়নার বাক্স’ খোলা হলে তা শুভ কিছু ঘটাবে না বলেই আশঙ্কা আবহবিদদের। বিভিন্ন রাজ্যের মস্যজীবীদের সতর্ক করা হয়েছে। সমুদ্রতীরবর্তী পর্যটন ক্ষেত্রগুলিতেও বাড়তি নজরদারি চালানো হবে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে তেমন একটা পড়বে না।

আরও পড়ুন: Uttar Pradesh: লুডো খেলায় নিজেকেই বাজি, হেরে বাড়িওয়ালার সঙ্গে ‘সংসার’ মহিলার!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest