DA for central government employees increased by 3%

DA and DR : সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাড়ল ডিএ ও ডিআর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রতিনিয়ত বাড়ছে পেট্রল–ডিজেলের দাম। মধ্যবিত্তদের নাভিশ্বাস ওঠার জোগাড়। সেই ক্ষতে প্রলেপ দিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারি কর্মচারীদের ডিএ ৩ শতাংশ হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৩১ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশ হল। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও ডিএ ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগীরা সুবিধা পাবেন। ২০২২ সালের ১ জানুয়ারি  থেকে এই ভাতা কার্যকর হবে বলে জানা গেছে। এটা ঘটনা প্রতি বছর জানুয়ারি এবং জুলাইয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: Medicine Price Hike: জ্বালা বাড়ছে মধ্যবিত্তের, দাম বাড়ছে প্যারাসিটামল সহ ৮০০টি ওষুধের

এ বছর জানুয়ারিতে ওই বৈঠক হয়নি। অবশেষে মার্চ মাসের শেষ সপ্তাহে এ নিয়ে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সপ্তম পে কমিশনের সুপারিশ মেনেই এই মহার্ঘভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতবছর দীপাবলির আগেই একদফা মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময়ও ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল ডিএ।

কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ এবং অবসারপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ডিআর ৩ শতাংশ বৃদ্ধির ফলে রাজকোষ থেকে প্রতি বছর ৯,৫৪৪.৫০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। এই ভাতা বেসামরিক কর্মচারী এবং তার পাশাপাশি প্রতিরক্ষা খাতে নিযুক্ত ব্যক্তিদের জন্যও প্রযোজ্য হবে।

আরও পড়ুন: ন’দিনে অষ্টমবার বাড়ল পেট্রল-ডিজেলের দাম, মূল্যবৃদ্ধি নিয়ে সাফাই দিলেন সীতারমণ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest