Delhi Election: Delhi goes to polls in 70 Assembly seats

Delhi Election: রাত পোহালেই দিল্লি ভোট, একাধিক আসনে ত্রিমুখী লড়াই, রয়েছে ওয়েইসির দলও!

বুধবার পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দিল্লি নির্বাচন। দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি। দিল্লি বিধানসভার সদস্য সংখ্যা মোট ৭০ জন।

বুধবার সকাল ৭টা থেকে ১.৫৬ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে ৭০টি বিধানসভা কেন্দ্রের ১৩,৭৬৬টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচনে পাখির চোখ রয়েছে সকল দলেরই। ফলে এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ সকল দলের কাছেই। গত দুটি নির্বাচনে বিজেপি এবং আপের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল। তবে এবার কংগ্রেসের সক্রিয় প্রচারের ফলে বেশ কয়েকটি আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

নয়াদিল্লি আসনে অরবিন্দ কেজরিওয়াল বিজেপির প্রবেশ ভার্মা এবং কংগ্রেসের সন্দীপ দীক্ষিতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কালকাজি আসনে আতিশী বিজেপির রমেশ বিধুরী এবং কংগ্রেসের অলকা লাম্বার মুখোমুখি হচ্ছেন। জঙ্গপুরা আসনে মনীশ সিসোদিয়া বিজেপির তরবিন্দর সিং মারওয়া এবং কংগ্রেসের ফরহাদ সুরির সঙ্গে লড়াই করছেন।

২০২০ সালের দিল্লি দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মুস্তাফাবাদ এবং ওখলা আসনে এবার ভিন্ন সমীকরণ দেখা যাচ্ছে। AIMIM-এর প্রার্থী শিফা উর রেহমান নিজের ভাগ্য পরীক্ষায় নেমেছেন। ওখলায়, আপের আমানতুল্লাহ খান বিজেপি, কংগ্রেস এবং এআইএমআইএম প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুস্তাফাবাদ আসনেও একই ধরনের প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে, যেখানে এআইএমআইএমের তাহির হুসেন উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন।

নির্বাচন কমিশন দিল্লিতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দিল্লি পুলিশ শহরজুড়ে টহল বাড়িয়েছে এবং বিভিন্ন এলাকায় ফ্ল্যাগ মার্চ করেছে। নির্বাচনের জন্য ৩৫,৬২৬ জন পুলিশ কর্মী এবং ৬,৫২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। এছাড়া, নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় আধাসামরিক বাহিনী, পুলিশ, সিসিটিভি ক্যামেরা, এআই-চালিত নজরদারি ক্যামেরা, ড্রোন এবং ফেস রেকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হবে।