Site icon The News Nest

Indian Envoy : গুরুদ্বারে ভারতীয় হাইকমিশনারকে হেনস্থা, সরব ভারত

vikaram doraiswami

ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে(Vikram Doraiswami) স্কটল্যান্ডের একটি গুরুদ্বারে প্রবেশে বাধা দেওয়া হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকারের কাছে অভিযোগ জানিয়েছে ভারত। এদিকে এই ঘটনার ভিডিয়ো ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। ‘শিখু ইউথ ইউকে’ নামক একটি পেজ থেকে তা পোস্ট করা হয়। এদিকে ব্রিটিশ হাইকমিশনের তরফে বলা হয়, ‘বিক্রম দোরাইস্বামী কোনও বিতর্কে জড়াতে চাননি, তাই গুরুদ্বারে না ঢুকে তিনি সেখান থেকে চলে আসেন।’

গ্লাসগো গুরুদ্বার ভারতীয় হাইকমিশনারের সঙ্গে করা দুর্ব্যবহারের তীব্র নিন্দা করেছে। স্কটল্যান্ডে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে গুরুদ্বারে যেতে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গ্লাসগো গুরুদ্বার। বিবৃতি জারি করে গ্লাসগো গুরুদ্বারের তরফে ঘটনাকে ‘অজানা ব্যক্তিদের দ্বারা অনুপযুক্ত আচরণ’ বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে গুরুদ্বার সকল সম্প্রদায়ের মানুষের জন্য উন্মুক্ত।

শুক্রবার ব্রিটেনে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে স্কটল্যান্ডের একটি গুরুদ্বারে ঢুকতে বাধা দেয় খালিস্তানি সমর্থকদের একটি দল। সূত্রের খবর, খালিস্তান সমর্থকরা তথ্য পেয়েছিলেন যে দোরাইস্বামীর গ্লাসগো গুরুদ্বার কমিটির সঙ্গে বৈঠক করার কথা ছিল। তিনি সেখানে পৌঁছালে বেশ কয়েকজন খালিস্তানি সমর্থন তাঁর গাড়ি ঘিরে ফেলে।

ঘটনার ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, কয়েকজন শিখ বিক্রম দোরাইস্বামীকে একটি গুরুদ্বারের সামনে আটকেছে। সেই বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, ‘আমরা জানি ভারতীয়রা কী করছে। কানাডায় কী হচ্ছে সব জানি আমরা। কানাডার প্রধানমন্ত্রী প্রকাশ্যে ভারতের সমালোচনা করেছেন। এই ভারতীয়রা কানাডায় শিখদের মারছে। বিশ্বের যেখানে যত শিখ আছে, তাদের সবার উচিত ভারতের রাষ্ট্রদূতদের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করা।’

 

Exit mobile version