Eiffel Tower, Burj Khalifa, Taj Mahal - Made by Yogi, Mime Scattered in the Net World

আইফেল টাওয়ার, বুর্জ খলিফা, তাজমহল – বানিয়েছেন যোগী, মিমের ছড়াছড়ি নেট দুনিয়ায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

উত্তরপ্রদেশের রাস্তায় হলুদ ট্যাক্সি চলে নাকি? যোগী রাজ্যেও রয়েছে নীল-সাদা উড়ালপুল? রবিবার সকালে সংবাদপত্রের পাতাজুড়ে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) প্রচার বিজ্ঞাপনে হলুদ ট্যাক্সি আর কলকাতার চেনা রাস্তা দেখেই সন্দেহ হয়েছিল সকলের। মুহূর্তেই বোঝা যায় সেটি উত্তরপ্রদেশ নয়, এ শহরের মা উড়ালপুল (Maa Flyover)। আর তাতেই তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বাংলাকে নকল করে বিজ্ঞাপন দিয়েছে যোগী সরকার। কটাক্ষ ছুঁড়ে দেয় তৃণমূল নেতৃত্ব। আর এবার বিজ্ঞাপনটি নিয়ে ফেসবুক ছয়লাপ হয়েছে গিয়েছে মিমে। যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে একের পর এক মিম তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো ভাইরাল মিমগুলি। যোগীকে বিঁধে নেটিজেনদের কটাক্ষ, ‘মা কি তোর একার রে পাগলা!’

মা উড়ালপুলের (Ma Flyover) ছবি দেখার পর থেকেই ট্রোলিংয়ের নতুন রসদ পেয়ে গিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা৷ সোশাল মিডিয়ায় (Social Media) মিম বানিয়ে মজা নিচ্ছেন তাঁরা৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়েও জমিয়ে ট্রোলিং শুরু হয়েছে৷ সেখানেই এক নেটিজেন লেখেন, যোগী সরকার সাড়ে চার বছরে তাজমহল বানিয়েছে!

আরও পড়ুন: প্রেমে প্রত্যাখ্যানের নির্লজ্জ প্রতিক্রিয়া, তরুণীর বাড়িতে ‘সেক্স টয়’ পাঠিয়ে গ্রেফতার প্রতিবেশী

কোনও স্থান কিংবা ব্যক্তির নাম বদলে ফেলার ক্ষেত্রে যোগী আদিত্যনাথের জুড়ি মেলা ভার। এর আগেও বহুবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে একাধিক স্থানের নাম পরিবর্তন করতে দেখা গিয়েছে। যা নিয়ে দেদার মিম তৈরি করেছেন নেটিজেনরা। সেই সব মিম নিয়ে মজা লুটতে দেখা গিয়েছে সকলকেই। আর এবার মা উড়ালপুলের ছবি যোগীর বিজ্ঞাপনে দেখে ঠাট্টা-তামাশা করতে শুরু করেছে নেটপাড়া। কোনও মিমে দেখা যাচ্ছে খোদ যোগী মা উড়ালপুলের নাম বদলে সেটিকে ‘বাপ ফ্লাইওভার’ নাম দিচ্ছেন।

কোথাও আবার দেখা যাচ্ছে মোদী-যোগীর কথোপকথন। যেখানে দেখা যাচ্ছে যোগী বলছেন এর নাম বদলে তিনি ‘যোগী ঝুলা’ রাখবেন।

আরও পড়ুন: বিয়ে করে বাড়ি ছেড়েছেন স্ত্রী, প্রতিশোধ নিতে যৌনাঙ্গে বাঁশ ঢুকিয়ে শাশুড়িকে খুন জামাইয়ের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest