Engineers' Day: Modi tweeted greetings to all the engineers in the world

Engineers’ Day: বিশ্বের সব ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়ে টুইট মোদির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আজ ‘ইঞ্জিনিয়ার দিবস’ (EngineersDay) ৷ ভারতের অন্যতম শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার এম বিশ্বেশ্বরায়ার (Mokshagundam Visvesvaraya) জন্মদিন ৷ সেই উপলক্ষ্যে দেশের সব ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷টুইটে তিনি লেখেন, “সব পরিশ্রমী ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা ৷ আমাদের বিশ্বকে আরও সুন্দর আর প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁরা ৷ তাঁদের এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁদের কৃতজ্ঞতা জানাতে কোনও শব্দ যথেষ্ট নয় ৷ শ্রী বিশ্বেশ্বরায়ার সাফল্যকে স্মরণ করে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাই ৷”

 

এম বিশ্বেশ্বরায়াকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ টুইটে তিনি লিখেছেন, “দেশের প্রতিভাবান ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানাই ৷ তাঁরা তাঁদের নিত্যনতুন ভাবনা দিয়ে আত্মনির্ভর ভারত তৈরির জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ ”

এম বিশ্বেশ্বরায়া 1861 সালের 15 সেপ্টেম্বর কর্নাটকে জন্মগ্রহণ করেন ৷ তিনি মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে পুনেতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে যান ৷ মাইসোর, হায়দরাবাদ, ওডিশা, মহারাষ্ট্রে তাঁর বহু উল্লেখযোগ্য কাজের জন্য তিনি আজও স্মরণীয় ৷

1912 সালে তিনি মাইসোরের দিওয়ান (Diwan of Mysore) ও প্রধান ইঞ্জিনিয়ার (chief engineer) পদে নিযুক্ত হন ৷ তিনি ‘কৃষ্ণ রাজা সাগর ড্যাম’ (Krishna Raja Sagara Dam) তৈরির জন্য বিখ্যাত ৷ প্রযুক্তি ছাড়াও দেশের ব্যাঙ্কিং, শিক্ষা, অর্থনীতি, কৃষি, সেচ এবং শিল্পায়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ তাঁকে ‘ফাদার অফ মর্ডান মাইসোর’ (Father of Modern Mysore) বলা হয় ৷

1955 সালে ভারত সরকার তাঁকে ‘ভারত রত্ন’ (Bharat Ratna) সম্মানে ভূষিত করেন ৷ ব্রিটিশ শাসনাধীন ভারতে ব্রিটিশ সরকার তাঁকে নাইটহুড (British Knighthood) উপাধি দেয় ৷ তাই তাঁর নামের আগে ‘স্যর’ (Sir) শব্দটি যোগ হয়

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest