Site icon The News Nest

ফের কৃষি আইন ফিরিয়ে আনা হবে! একদিন কাটতে না কাটতেই বিজেপির নেতা-মন্ত্রীদের গলায় অন্য সুর

sakshi

কৃষি আইন প্রত্যাহারের (Farm Law Repeal) কথা ঘোষণা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । কিন্তু তাঁর দলের নেতা-মন্ত্রীদের গলাতেই অন্য সুর । তাঁদের দাবি, প্রয়োজনে ফের ফিরিয়ে আনা হবে বিতর্কিত তিনটি কৃষি আইন ।

শনিবার উত্তরপ্রদেশের উন্নাওয়ে কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ । তিনি বলেন, ‘‘পাকিস্তান জিন্দাবাদ, খালিস্তান জিন্দাবাদ স্লোগান তুলছিলেন যাঁরা, কৃষি আইন প্রত্যাহার করে তাঁদের ধাক্কা দিয়েছেন মোদি । বিল তো ফের আনা যেতেই পারে ।’’ সাক্ষী মহারাজের মতে, নির্বাচনের সঙ্গে এই আইন প্রত্যাহারের কোনও সম্পর্ক নেই। কৃষকদের অপবিত্র জোট পাকিস্তান জিন্দাবাদ, খালিস্তান জিন্দাবাদের মতো দেশবিরোধী স্লোগান দিচ্ছিল। নরেন্দ্র মোদি এবং বিজেপির কাছে জাতি সবার আগে। বিল তৈরি হতেই থাকে, বাতিলও হয়, আবার ফিরে আসবে, তৈরি হবে, এতে সময় লাগে না।

সাংবিধানিক পদে অধিষ্ঠিত, রাজস্থানের রাজ্যেপাল কলরাজ মিশ্রের (Kalraj Mishra) গলাতেও একই সুর ধরা পড়ে । তিনি বলেন, ‘‘কৃষকদের আইনের কার্যকারিতা বোঝানোর চেষ্টা করেছিল সরকার । কিন্তু প্রত্যাহারের দাবিতেই অনড় ছিলেন কৃষকরা । আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন । তাতেই আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রয়োজনে পরে ফের আইন ফিরিয়ে আনা যাবে ।’’

পরিস্থিতি থিতিয়ে এলে কৃষি আইন ফেরানোর সম্ভাবনা উস্কে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা বাংলায় দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। কৃষি আইনের পক্ষে তাঁর বক্তব্য, ‘‘কৃষকদের শোষণ থেকে মুক্তি দিতেই আইন এনেছিল সরকার । নিশ্চয়ই কৃষকরা তা বুঝবেন । তখন ফের কৃষি আইন ফিরিয়ে আনা হবে । দেশ যখন জাগবে, ফের আইন আনা হবে ৷’’

 

Exit mobile version