For Yashwant Sinha, Running For President, Opposition Out In Full Strength

President Election: রাহুল-অভিষেক-অখিলেশকে পাশে নিয়ে রাষ্ট্রপতির মনোনয়ন পেশ যশবন্তের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাষ্ট্রপতি নির্বাচনে (President Election India) বিরোধী প্রার্থী (Opposition’s Presidential polls candidate) হিসেবে মনোনয়ন পেশ করলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha) । সংসদে মনোনয় পেশ করেন তিনি। তাঁর মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল সাংসদ অভিষেক ব্য়ানার্জি ও সৌগত রায় , এনসিপি প্রধান শরদ পাওয়ার, সমাজবাদী প্রধান অখিলেশ যাদব, এনসি প্রধান ফারুক আবদুল্লা, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি প্রমুখ বিরোধী নেতৃত্ব।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে সাংসদ ও বিধায়কদের সঙ্গে দেখা করবেন যশবন্ত। সমর্থনের জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দফতরে ফোন করেছিলেন বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী। বিরোধী দলের সমস্ত নেতাকে চিঠিও লিখেছিলেন তিনি। চিঠিতে যশবন্ত লিখেছেন, ‘কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। সাধারণ মানুষের জন্য সোচ্চার হব।’

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গমের ইচ্ছা মারাত্মক, যুবকের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করল আদালত

মনোনয়ন পেশের আগে সংসদ ভবনের বাইরে যশবন্ত সিনহাকে সংবর্ধনা দেন বিরোধীরা। উত্তরীয় পরিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা গড়াতেই বিরোধীদের আগমনে ভরে উঠছিল দিল্লির সংসদ ভবন। একে একে সেখানে পৌঁছে গিয়েছিলেন এনসিপি নেতা শরদ পওয়ার, কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। পৌঁছে যান সীতারাম ইয়েচুরি, অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়রা। তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন সৌগত রায়, তাপস রায়রা। এমনকী শেষ মুহূর্তে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রক্রিয়ায় TRS’এর তরফে কেটি রামা রাও উপস্থিত হন।  মনোনয়নের আগে বিরোধীরা বৈঠক করেন। আর তাতেই স্পষ্ট হয় তাঁদের ঐক্য।

এর আগে দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে অংশ নেননি কেসিআর৷ কংগ্রেসকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো নিয়েই মূল আপত্তি ছিল টিআরএস প্রধানের৷ তবে বৈঠকে অংশ না নিলেও যশবন্ত সিনহাকেই সমর্থনের সিদ্ধান্ত নিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী৷

এনডিএ শিবিরে রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু। আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ২১ তারিখ ফল ঘোষণা করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest