Former PM Dr. Manmohan Singh discharged from AIIMS Delhi after treatment

আঠারো দিন পর AIIMS থেকে ছাড়া পেলেন মনমোহন সিং

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন মনমোহন সিং (Manmohan Singh)। গত ১৩ অক্টোবর অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভরতি হয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। রবিবার চিকিৎসকরা তাঁকে বাড়ি ফেরার অনুমতি দিলেন।

গত ১৩ অক্টোবর দিল্লির এইমসের (AIIMS) কার্ডিওলজি বিভাগে ভরতি করা হয়েছিল মনমোহন সিংকে। জানা গিয়েছিল, জ্বর এবং দুর্বলতা ছিল তাঁর। কার্ডিওলজির প্রফেশর ডা. নীতিশ নায়েকের নেতৃত্বাধীন চিকিৎসকদের একটি টিমের তত্ত্বাবধানে ছিলেন তিনি। দিন দশেক আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মনমোহন সিং। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে সুস্থ হতে আরও কয়েকটি হাসপাতালেই থাকতে হবে তাঁকে। অবশেষে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হলে স্বস্তি ফিরল পরিবারে।
ডেঙ্গি হলে সাধারণত রক্তে অনুচক্রিকার সংখ্যা কমে যায়। গত শনিবার সন্ধ্যায় দেখা যায়, মনমোহনের রক্তে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের খুব কাছাকাছি রয়েছে। তবে তাঁর হৃদ্‌যন্ত্রে কিছু সমস্যা থাকায় তাঁকে আরও কিছু দিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শরীরে রক্তচাপও কিছুটা বেশি ছিল। মূলত এ সব নিয়ে উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তিনি পুরো সুস্থ। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে বর্ষিয়ান রাজনীতিবিদকে।

রবিবার একগুচ্ছ পরীক্ষার পরই মনমোহনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে চলতি বছরের এপ্রিল মাসেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভরতি হয়েছিলেন মনমোহন সিং। পরে তিনি তখন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। ২০০৯ সালে এইমসেই প্রাক্তন প্রধানমন্ত্রীর বাইপাস সার্জারি হয়েছিল। এখন রাজ্যসভা সাংসদ হিসেবে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এর আগে অসুস্থ মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাসপাতালে দেখতেও যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া। সেই সময় ছবি তোলা নিয়ে বিতর্ক হয়েছিল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest