Site icon The News Nest

Oscar Fernandes :প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী-কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ প্রয়াত

OSCAR

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ। সোমবার কর্ণাটকের মেঙ্গালুরুতে একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

চলতি বছরের জুলাই মাসে যোগাভ্যাস করার সময় তিনি পড়ে যান ৷ তখন তাঁর মাথায় আঘাত লাগে ৷ তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল ৷ সেই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয় ৷ তাঁকে দেখতে হাসপাতালে হাজির হয়েছিলেন অনেক রাজনৈতিক নেতা ৷ সেই তালিকায় ছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস (Congress) নেতা সিদ্ধারামাইয়া, প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, বিজেপির রাজ্য সভাপতি নলিন কুমার কাটিল ৷

অস্কার গান্ধি পরিবারের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন ৷ তিনি রাজীব গান্ধির (Rajib Gandhi) সংসদীয় সচিব হিসেবে কাজ করেছেন ৷ তিনি UPA সরকারের আমলে সড়ক পরিবহন মন্ত্রী ছিলেন। রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি। UPA সরকারে দু’বারের মেয়াদেই মন্ত্রী ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে গান্ধী পরিবারের সঙ্গে কাজ করেছেন তিনি।

১৯৮০ সালে কর্ণাটকের উডুপি লোকসভা কেন্দ্র থেকে তিনি সাংসদ নির্বাচিত হন। ১৯৯৬ সাল পর্যন্ত এখান থেকে একটানা জয়ী হন তিনি। ১৯৯৮ ও ২০০৪ সালে তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন ৷

আরও পড়ুন: ‘প্রমাণ হল তো!’ রূপাণীর বিদায় নিয়ে ভবিষ্যদ্বাণী করে জেল খাটা-দেশছাড়া সাংবাদিক মুখ খুললেন অবশেষে

কংগ্রেসের তরফ থেকে একটি টুইট করে লেখা হয়, ‘অস্কার ফার্নান্দেজের জীবনাবসানে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। একজন কংগ্রস নেতা হিসাবে তাঁর পরামর্শ আমাদের সময়ের রাজনীতিতে গভির প্রভাব ফেলেছিল। তাঁর নির্দেশনা এবং পরামর্শের অভাব সবসময় অনুভব করবে কংগ্রেস পরিবার।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনায় শোকপ্রকাশ করে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্নান্ডেজের জীবনাবসানে আমি গভিরভাবে শোকাহত। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই কঠিন সময়ে যেন তাঁর পরিবার,পরিজনদের শক্তি দেওয়া হোক। তাঁর আত্মার শান্তি কামনা করছি।‘

আরও পড়ুন: TMC in Tripura: ফের সংঘাত, ১৫ তারিখ আগরতলায় অভিষেকের পদযাত্রার অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ

 

Exit mobile version