Free Electricity: Ashok Gehlot announces free electricity up to 100 units in poll-bound Rajasthan

Free Electricity: রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভোটের মুখে বড় ঘোষণা গেহলট সরকারের। রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল রাজস্থান সরকার (Rajasthan Government)। কর্নাটকের রোডম্যাপে হেঁটেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) বুধবার রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন।

প্রসঙ্গত, বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষিত বেকারদের ভাতা, মৎস্যজীবীদের সস্তায় ডিজ়েল দেওয়ার মতো পাঁচ দফা প্রতিশ্রুতিতেই কর্নাটকে কংগ্রেস বাজিমাত করেছে বলে ধারণা বিজেপি নেতৃত্ব এবং ভোট পণ্ডিতদের একাংশের।

মুখ্য়মন্ত্রী গেহলট জানিয়েছেন, ১০০ ইউনিট অবধি বিদ্যুৎ খরচ হলে, তার জন্য কোনও বিল দিতে হবে না রাজ্যের সাধারণ মানুষকে। অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় ১০০ ইউনিট অবধি বিদ্যুৎ পাওয়া যাবে। এর পরের ১০০ ইউনিটের জন্য়ও রেট বা খরচ নির্ধারিত করে দিয়েছে রাজ্য় সরকার। আসন্ন বিধানসভা নির্বাচনের (Rajasthan Assembly Election 2023) আগে রাজ্য সরকারের এই ঘোষণা কংগ্রেসকে অক্সিজেন জোগাবে বলেই মনে করা হচ্ছে।

আগামী দিনে যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে, সেখানেও এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করে ক্ষমতা দখলের পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। রাজস্থানেই তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। সম্ভবত, কংগ্রেসের এই কৌশল বুঝেই বুধবার মরুরাজ্যে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, কংগ্রেসের প্রতিশ্রুতি বাস্তবে অসার। তিনি বলেন, ‘‘কংগ্রেসের ‘গ্যারান্টি’ দেওয়ার অভ্যাস পুরনো। পঞ্চাশ বছর আগে কংগ্রেস ‘গরিবি হটানোর’ প্রতিশ্রুতি দিয়েছিল। কিছুই হয়নি। ওই প্রতিশ্রুতি পালন না করাটা দেশের মানুষের সঙ্গে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা।’’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest