Fuel prices hiked for seventh day in a row

রেহাই নেই ষষ্ঠীর দিনেও, লাগাতার ৭ দিন দাম বাড়ল পেট্রল-ডিজেলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

উৎসবের মরশুম। কিন্তু তার মধ্যেই লাগাতার বেড়ে চলেছে জ্বালানির দাম। ষষ্ঠীর দিনেও দাম বাড়ল পেট্রল-ডিজেলের (Petrol-Diesel)। এই নিয়ে একটানা সাত দিন মূল্যবৃদ্ধি হল জ্বালানির। যার ফলে সর্বকালের সব রেকর্ড একে একে ভেঙে দিচ্ছে দুই জ্বালানি তেল। সরাসরি এর প্রভাবে পড়ছে খোলাবাজারে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া। নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। অথচ সরকারের তেমন হেলদোল নেই।

সোমবার মহাষষ্ঠীর দিন কলকাতায় পেট্রলের দাম বাড়ল লিটার প্রতি ২৯ পয়সা। ডিজেলের দাম বাড়ল লিটারে ৩৫ পয়সা। ফলে শহরে পেট্রলের দাম বেড়ে হল ১০৫ টাকা ০৯ পয়সা। অন্যদিকে ফের লিটারে ৩৫ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নয়া দাম ৯৬ টাকা ২৮ পয়সা। এমনিতেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে বাজার আগুন। ফি দিন বাজারে গিয়ে তা হাড়েহাড়ে টের পাচ্ছেন আমজনতা। গত সাত দিন ধরে যেভাবে জ্বালানি তেলের দাম বাড়ছে তাতে বাজারদর আরও চড়া হওয়ার আশঙ্কা।

এর পাশাপাশি দেশের অন্যান্য শহরেও ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার রাজধানী দিল্লিতে (Delhi) এক লিটার পেট্রলের মূল্য ১০৪ টাকা ৪৪ পয়সা। পাশাপাশি ডিজেলের মূল্য লিটারপিছু ৯৩.১৭ টাকা। দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে (Mumbai) মহানগরগুলির মধ্যে সবার আগে ১০০ টাকা পেরিয়েছিল পেট্রলের মূল্য। ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে ডিজেলের মূল্যও। শুধু তাই নয়, বাণিজ্যনগরীতে প্রথমবার ১১০টাকা ছাড়িয়েছে পেট্রলের (Petrol) দামও। সোমবার সেখানে এক লিটার পেট্রল বিকোচ্ছে ১১০ টাকা ৪১ পয়সায়। মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম ১০১ টাকা ০৩ পয়সা। চেন্নাইয়ে লিটারপ্রতি পেট্রল বিকোচ্ছে ১০১ টাকা ৭৯ পয়সা দরে। ডিজেল বিকোচ্ছে ৯৭ টাকা ৫৯ পয়সা লিটার দরে।

করোনাকালে গত দেড় বছরেরও বেশি সময় ধরে দেশের একটি বড় অংশের মানুষের জীবিকার সংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে। গত বছরের একটানা লকডাউনের জেরে ছোট-বড় একাধিক সংস্থা বন্ধ হয়েছে। বহু সংস্থা কর্মীদের বেতন কমানোর পথে হেঁটেছে। এই পরিস্থিতিতে উৎসবের মরশুমেও ঘোর অস্বস্তিতে সাধারণ নাগরিক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest