G 20 Summit: : PM Modi, US President Biden discuss key issues in hour-long meet

G 20 Summit: জি ২০ বৈঠকের আগে মোদীর মুখোমুখি বাইডেন! প্রতিরক্ষা, প্রযুক্তি সহ আর কী নিয়ে কথা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছলেন আমেরিকার প্রেসিডেন্ট জে বাইডেন। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁর ‘এয়ারফোর্স ওয়ান’। বাইডেনকে স্বাগত জানাতে হাজির ছিলেন, অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিংহ।

শনিবার জি ২০ সম্মলনের আগে আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলাদা করে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  স্বাভাবিকভাবেই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কী আলোচনা হবে তা জানতে অধীর আগ্রহে তাকিয়ে গোটা বিশ্ব।  আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, বাইডেন-মোদী আলোচনায় প্রাধান্য পাবে প্রিডেটর ড্রোন, ফাইটার জেট ইঞ্জিন, 5G/6G প্রযুক্তির মতো বিষয়। এছাড়া, শান্তিপূর্ণ ভাবে পরমাণু শক্তি ব্যবহার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলিও উঠে আসবে আলোচনায়। তবে আরব বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনে ভারতের সঙ্গে বড় রেলপথ প্রকল্পের জল্পনা নিয়ে মুখ খোলেননি তিনি।

আরও পড়ুন: Reliance AGM 2023: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে ইস্তফা দিলেন নীতা আম্বানি! পরিবর্তে এলেন কারা?

মোদীর ৭ লোককল্যাণ মার্গের বাসভবনে নৈশভোজ সারবেন আমেরিকার প্রেসিডেন্ট । আগামী দু’দিন দিল্লির আইটিসি মৌর্য শেরাটনে বিশেষ প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকবেন হোয়াইট হাউসের বাসিন্দা। বাইডেন এবং তাঁর প্রতিনিধি দলের জন্য হোটেলের প্রায় ৪০০টি ঘর ভাড়া নেওয়া হয়েছে। গত ৫ সেপ্টেম্বর স্ত্রী জিল বাইডেনের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরে আমেরিকার প্রেসিডেন্টের নয়াদিল্লি আসার ‘সম্ভাবনা’ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান পত্রপাঠ জানিয়ে দেন, বাইডেন কোভিড নেগেটিভ। তাই তিনি দিল্লিতে আসছেন।

এদিকে, বাইডেনের পাশাপাশি হাসিনার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদী। বৈঠক করবেন মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গেও। শনিবার থেকে দিল্লির বুকে বসতে চলছে বহু চর্চিত জি-২০ শীর্ষ সম্মেলন। ইতিমধ্যেই ভারতে পা রাখতে শুরু করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা।

আরও পড়ুন: G 20 Summit: স্পেশাল কমান্ডো, ৩০০ বুলেটপ্রুফ গাড়ি, শুক্রবার থেকে দুর্গের চেহারা নিচ্ছে দিল্লি

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest