Gangrape: Jalandhar Man alleges he was kidnapped, gang-raped by four girls

Gangrape: বিবাহিত পুরুষকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ চার তরুণীর বিরুদ্ধে!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চার তরুণীর বিরুদ্ধে গণধর্ষণের(Gangrape) অভিযোগ তুললেন এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্ধরে। অভিযোগকারী ব্যক্তি চামড়ার কারখানায় কাজ করেন। তাঁর অভিযোগ, তাঁকে চার তরুণী এক সাদা গাড়িতে করে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাঁর ওপর যৌন নির্যাতন চালানো হয়। তাঁকে মাদকাসক্ত করে এই কাজ করা হয় বলে তার অভিযোগ। এরপর সেই জঙ্গলেই নাকি তাঁকে ফেলে দিয়ে চলে যায় চার তরুণী। ঘটনায় তিনি পুলিশে অভিযোগ জানাননি। তবে স্থানীয় মিডিয়ার কাছে তিনি নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এই আবহে এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

ফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। তাঁর অভিযোগ, কাজ থেকে বাড়ি ফেরার পথে কাপুরথালা রোডে একটি গাড়ি তাঁর সামনে এসে দাঁড়ায়। গাড়িতে থাকা যুবতীরা একটি চিরকুট দিয়ে ঠিকানা জিজ্ঞাসা করেন। সেই চিরকুটে লেখা ঠিকানা পড়ার সময় যুবতীরা তাঁর চোখে রাসায়নিক ছিটিয়ে দিতেই জ্ঞান হারান।

আরও পড়ুন: Rahul gandhi: ‘ব্রিটিশদের সাহায্য করেছিলেন সাভারকর’, রাহুলের বিরুদ্ধে FIR

ওই যুবকের দাবি, জ্ঞান ফিরতে তিনি দেখেন একটি গাড়িতে হাত-পা অবস্থায় পড়ে আছেন। যুবকের অভিযোগ, গাড়িতে থাকা চার যুবতী তাঁকে জোর করে মাদক সেবন করান। তার পর টানতে টানতে একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে তাঁকে মদ্যপান করানো হয়। তার পর চার জন মিলে তাঁকে ধর্ষণ করেন। তার পর ওই যুবককে জঙ্গলে ফেলে রেখে চলে যান যুবতীরা।

যুবকের আরও দাবি, যুবতীরা ইংরাজিতে কথা বলছিলেন নিজেদের মধ্যে। তাঁদের পোশাক-আশাক দেখে মনে হচ্ছিল কোনও সম্ভ্রান্ত পরিবারের। বিষয়টি জানাজানি হতেই হুলস্থুল পড়ে যায়। ঘটনাটি ঠিক কী তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: Shraddha Walker : শ্রদ্ধা কাণ্ডের ছায়া এবার যোগী রাজ্যে, স্ত্রীর দেহ কুচি কুচি করে কাটলেন স্বামী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest